দুবরাজপুর পৌরসভার ৫০ বছর পূর্তি অনুষ্ঠান নিয়ে বড় আপডেট! অনুব্রত হাত দিতেই গলে গেল বিক্ষুব্ধ কাউন্সিলরদের মন

বীরভূমের দুবরাজপুর পৌরসভার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেখা দিয়েছিল পৌরসভার কাউন্সিলরদের মধ্যে অস্থিরতা। এই বিশেষ অনুষ্ঠানটি বয়কট করেন দুবরাজপুর পৌরসভারই তৃণমূল কংগ্রেসের ১১ জন কাউন্সিলর। তাঁদের অভিযোগ বর্তমানে পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কাউন্সিলরদের সঙ্গে কোনো আলোচনা না করেই একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছেন। সেই কারণেই তাঁরা অনুষ্ঠানে যোগ দিতে অস্বীকার করেন।

পরিস্থিতি জানতে পেরে মঙ্গলবার বোলপুরে দলীয় কার্যালয়ে দুই পক্ষকে বসিয়ে সাত সদস্যের একটি কমিটি গঠন করেন কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের হস্তক্ষেপে শেষমেশ দ্বন্দ্ব মিটে যায় এবং সিদ্ধান্ত নেওয়া হয় পৌরসভার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে সমস্ত কাউন্সিলরই উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: লাগামহীন গতিতে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ ২ লরির! ভয়ংকর দুর্ঘটনা জাতীয় সড়কে

তাছাড়া ভবিষ্যতের নির্বাচনী কৌশল এবং পৌর প্রশাসনের বিভিন্ন বিষয় নিয়েও কমিটি নজরদারি করবে। বিরোধ মিটিয়ে এক ভাবে তৃণমূলের সব কাউন্সিলর অনুব্রত মণ্ডলের উদ্যোগে দুবরাজপুর পৌরসভা দেখাশুনা করবে।