বাংলাদেশী তকমা দিয়ে দিল্লি পুলিশে ধরা পড়ার পর বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী বিবি-সহ কয়েকজনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ লড়াই শেষে সোনালী বিবি পাইকরে নিজের বাড়িতে ফিরে এসেছেন। তিনি ফিরে আসার পর আপাতত রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
সোনালী বিবি, অন্তঃসত্ত্বা এবং তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ওই হাসপাতালেই চলছে। এরই মধ্যে রবিবার তার সঙ্গে দেখা করলেন অনুব্রত মণ্ডল। দেখা করার পাশাপাশি তিনি আশ্বাস দেন, বাকি যারা বাংলাদেশে আটকে রয়েছেন তারাও ফিরে আসবেন।
আরও পড়ুনঃ কাজল শেখের সঙ্গে হাত মেলানোর কয়েক ঘণ্টাতেই ছন্দপতন! ফের সিউড়িতে তৃণমূলকে পেটালো তৃণমূল
সোনালী বিবি, বাংলাদেশ থেকে ভারতে আসার অনুমতি পেলেও কোন সেখানে তার স্বামী সহ পাঁচজন আটকে রয়েছেন। তাদেরকেও ফিরিয়ে আনার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অনুব্রত মণ্ডলের আশ্বাস খুব তাড়াতাড়ি তারাও ফিরে আসবেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির লড়াইয়ের পরিপ্রেক্ষিতে।
