লাল্টু: ৬০ বছর একা একা কাটানোর পর সংঘের অন্যতম সদস্য তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ শুক্রবার বিয়ে সেরে ফেললেন। নাড়ুর বিয়ে হতেই রীতিমতো স্বস্তি পেলেন মা। তবে ৬০ বছর বয়সে বিয়ে নিয়ে দিন দুয়েক ধরে কম চর্চা হয়নি। এই চর্চায় অবশ্য সব ক্ষেত্রেই দিলীপ ঘোষকে এক রকম ডোন্ট কেয়ার বলেই পার করে দিতে দেখা গিয়েছে আর সবশেষে বিকাল বেলায় আইনি বিয়ে এবং তারপর রিংকুর সঙ্গে বৈদিক বিয়েও সেড়ে ফেললেন।
দিলীপ ঘোষের বিয়ে আর এই দিলীপ ঘোষের বিয়েতে বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল কিছু না বলে থাকতে পারলেন না। তবে তার এই বলার ক্ষেত্রে একেবারেই সুর বদল দেখা গেল অনুব্রতর। কেননা অনুব্রত ও দিলীপ রাজনৈতিক ময়দানে একে অপরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আক্রমণ করেছেন।
অনুব্রত মণ্ডলকেই দেখা গিয়েছে দিলীপ ঘোষকে নিয়ে কখনো পাতাখোর আবার কখনো নেশাখোর বলতে। তবে দিলীপ ঘোষের বিয়ের দিন অনুব্রত মণ্ডলকে বলতে শোনা গেল, খুব ভালো। কোন বিয়েকে তো আর খারাপ বলা যায় না। শুভেচ্ছা জানাই উনাকে। এর পাশাপাশি আবার আক্ষেপ করে অনুব্রত মণ্ডল এটাও বললেন, উনি নিমন্ত্রণ করলে আমি যেতাম। দিলীপ দা খুব ভালো লোক।
অনুব্রত মণ্ডল শুক্রবার তাদের দলীয় একটি অভ্যন্তরীণ রুটিন মিটিংয়ে দুবরাজপুরে এসেছিলেন। সেখানেই দিলীপ ঘোষের বিয়ে প্রসঙ্গে এমন কথা বলতে শোনা গেল অনুব্রত মণ্ডলকে।