লাল্টু: ওয়াকফ নিয়ে মমতা ব্যানার্জি দেখছেন, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। ওয়াকাফ আইন পাশ হওয়ার পর রাজ্যের বিভিন্ন জায়গায় যখন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা রাস্তায় নেমেছেন, যখন রাজ্যের বিভিন্ন জেলায় অশান্তি ছড়াচ্ছে সেই সময় ওয়াকাফ নিয়ে চিন্তা করার দরকার নেই বলেই জানিয়ে দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। কেননা তার কথায় এই বিষয়টি দেখছেন মমতা ব্যানার্জি।
এরই সঙ্গে সঙ্গে তিনি জানান, প্রথম মানুষ হওয়া দরকার, হিন্দু-মুসলমান না করে। উদাহরণ টেনে তিনি বলেন, উজ্জ্বল কাদেরীর রক্তটা ও আমার রক্তটা যদি কোন ডাক্তার বলে দেয় মুসলমানের রক্ত আর হিন্দুর রক্ত তাহলে আমি দল করবো না। এর পাশাপাশি তিনি খয়রাশোল এর মানুষদের খুব ভালো বলে প্রশংসা করেন। তবে তারই সঙ্গে সঙ্গে তিনি জানান, খয়রাশুলের মানুষ একটু বোকা তাই তাদের উস্কানো হয়।
দীর্ঘ কয়েক বছর পর অনুব্রত মণ্ডল বুধবার খয়রাশোলের তৃণমূল দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিশেষ বৈঠক করেন। মূলত ২৬ এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এমন বৈঠক বলে মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। তবে ২৬ এর নির্বাচনে বিজেপিকে আটকানোর জন্য কি প্ল্যান রয়েছে তা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি হাসির ছলে উত্তর দেন, এটা কি সাংবাদিকদের সঙ্গে আলোচনা করব?