করোনা মুক্ত বিশ্বের প্রার্থনায় তারা মায়ের কাছে যজ্ঞ অনুব্রত মণ্ডলের

অমরনাথ দত্ত : বিশ্বজুড়ে কোন যুদ্ধ শুরু হয়নি, এক দেশ অন্য দেশের বিরুদ্ধে লড়াইয়ে নামেনি, অথচ নিজেদের বাঁচানোর লড়াই শুরু হয়েছে। আর এই লড়াইয়ের মূল কান্ডারী হলো করোনাভাইরাস। যার থেকে নিজেদের বাঁচানোর জন্য বিশ্বের তাবড় তাবড় দেশ ঘরের মধ্যে নিজেদের আবদ্ধ করেছে। আর এই ভাইরাসের সংক্রমণ গ্রাস করেছে ভারতকেও, ভারতে ইতিমধ্যেই সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৭০০ ছুঁইছুঁই। ভারতে মৃতের সংখ্যাও ১৩। আর এই মুহূর্তে বিশ্বকে করোনাভাইরাসের থেকে মুক্তি দেওয়ার প্রার্থনায় তারাপীঠে তারা মায়ের দ্বারস্থ বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

তারাপীঠে তারা মায়ের কাছে বৃহস্পতিবার অনুব্রত মণ্ডল ১ মন কাঠ দিয়ে যজ্ঞ করান। যজ্ঞ করিয়ে তিনি জানান, “মা তারার আবির্ভাব বারে (বৃহস্পতিবার) ১ মন কাঠ দিয়ে মা তারার যজ্ঞ করালাম। যাতে আমাদের দেশের পাশাপাশি বিশ্ব এই করোনা ভাইরাস থেকে মুক্ত হয়। যেন গরীব সাধারণ মানুষ বাঁচতে পারে। এর আগেও অনেকবার সংকট এসেছে কলেরা, গুটিবসন্ত তুমিই রক্ষা করেছ। মহাদেব ও অন্যান্য ঠাকুরের কাছেও প্রার্থনা করলাম।”

তবে চিকিৎসক মহল ও বিজ্ঞানীরা জানিয়েছেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য যেহেতু এখনো পর্যন্ত কোনো রকম প্রতিষেধক বা ওষুধ আবিষ্কার করা সম্ভব হয়নি তাই এর থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র উপায় হল নিজেকে সামাজিক ভাবে কিছুটা গুটিয়ে নেওয়া। একে অপরের থেকে দূরে থাকা। যতটা সম্ভব বাড়ির মধ্যে থাকা। বারবার হাত পরিষ্কার করা স্যানিটাইজার অথবা হ্যান্ডওয়াশ বা সাবান দিয়ে।

যা নিয়েও বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল দুদিন আগেই জেলার বাসিন্দাদের অনুরোধ জানিয়েছিলেন তারা যেন বাড়ি থেকে বের না হন। বাড়ির মধ্যে থাকলেই এই ভাইরাসের থেকে দূরে থাকা সম্ভব। এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা সম্ভব। আর এই ঘরে থাকার অনুরোধ, সরকারি নির্দেশিকা, লকডাউনের নির্দেশিকা সাধারণ মানুষকে মেনে চলার জন্য বারবার অনুরোধ জানাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী, সেলিব্রিটি থেকে শুরু করে অন্যান্যরা সকলেই।