২০২৬ এর বিধানসভা নির্বাচনে বীরভূমের ফলাফল কি হবে? এখন থেকেই আসন্ন বিধানসভা নির্বাচনের ক্যালকুলেশন শুরু হয়ে গিয়েছে। রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই মাঠে নামতে শুরু করেছে। একইভাবে রাজ্যের শাসক দল তৃণমূল বীরভূমে নিজেদের শক্তি প্রদর্শনের জন্য তিন মহকুমায় তিন দিন মহা মিছিলের আয়োজন করেছে।
তৃণমূলের তরফে যে মহা মিছিলের আয়োজন করা হয়েছে সেই মহা মিছিল থেকেই সোমবার অনুব্রত মণ্ডল ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বীরভূমে তৃণমূলের ফলাফলের ভবিষ্যৎবাণী করে দিলেন। সোমবার এই মহা মিছিল ছিল বোলপুরে। যেখানে দেড় লক্ষ মানুষের সমাগম হয়েছে বলে দাবি করেন অনুব্রত মণ্ডল। আর এরই সঙ্গে সঙ্গে ২৬ এর বিধানসভা নির্বাচনে ফলাফল কি হবে তা জানান তিনি।
রাজ্যে তৃণমূল ২০১১ সালে সরকারে এলেও, দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের হাতে বীরভূমের রাস থাকলেও এখনো পর্যন্ত কিন্তু বীরভূমে তৃণমূল ১১ই১১ করতে পারেনি। অনুব্রত মণ্ডল বিভিন্ন সময়ে ১১ই-১১ অর্থাৎ বীরভূমের ১১ টি বিধানসভা আসনের ১১ টি পাওয়ার দাবি তুললেও তা সম্ভব হয়নি।
২০১১ সালের বিধানসভা নির্বাচন অর্থাৎ যে বছর তৃণমূল সরকারের আছে সেই বছর বীরভূমের ১১ টি বিধানসভার মধ্যে ছটি বিধানসভায় জয়যুক্ত হয়েছিল। কংগ্রেস পেয়েছিল দুটি। যদিও সেই বছর তৃণমূল কংগ্রেস এবং জাতীয় কংগ্রেস জোটবদ্ধ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। আর সেই বছর বামফ্রন্ট পেয়েছিল তিনটি আসন।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং হাঁসন ও নানুর বিধানসভা বাদে সবকটি বিধানসভায় জয়যুক্ত হয়েছিল। অর্থাৎ তারা নটি বিধানসভায় জয়যুক্ত হয়েছিল।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে যখন রাজ্যে নতুন করে পালাবদল হবে এমনটাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে সেই সময় বীরভূমে তৃণমূল নিজেদের শক্তি আরও বৃদ্ধি করে। একমাত্র দুবরাজপুর বিধানসভা বাদে তারা বাকি সমস্ত অর্থাৎ দশটি বিধানসভা কেন্দ্রে জয়যুক্ত হয়।
আর এবার যখন ২৬ এর বিধানসভা নির্বাচন সামনেই, সেই সময় অনুব্রত মণ্ডল দাবি করলেন, এবার ১১ তে ১১। অর্থাৎ অনুব্রত মণ্ডলের দাবি অনুযায়ী ২৬ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল বীরভূমের সবকটি আসনেই জয়যুক্ত হবে।