Anubrata Mondal: বোলপুর থানার আইসির মা, বউকে নিয়ে কুকথা অনুব্রতর! আড়াই মাস পর কী হল

Anubrata Mondal: বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে গালিগালাজের পাশাপাশি তার মা ও বউকে নিয়েও নানান কুকথা, যে ঘটনার অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গিয়েছিল, ভাইরাল হওয়ার পরই সেই ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দেয় রাজ্যে। কেননা যিনি ফোনে থানার আইসিকে এইভাবে কুকথা বলেছিলেন, তিনি বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বলেই দাবি করা হয়। সেই অডিও এবং সেই ঘটনার সম্পর্কে এখন জানেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া মুশকিল। তবে এখন প্রশ্ন হল, সেই ঘটনার আড়াই মাস কেটে গিয়েছে আর আড়াই মাস পর কি হলো?

অনুব্রতর (Anubrata Mondal) ভাইরাল অডিও কাণ্ডে আড়াই মাসের বেশি সময় কেটে যাওয়ার পর অবশেষে সোমবার বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করতে দেখা যায় অনুব্রত মণ্ডলকে। আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেন। জামিনের আবেদন করার পাশাপাশি অনুব্রত মণ্ডল অসুস্থ বলেও দাবি করেন এমনটাই জানা যায়।

আরও পড়ুন: বীরভূম জেলা পুলিশ ঘটাল অভিনব ঘটনা, অবাক জেলাবাসী

এর আগে এই ঘটনায় বোলপুর এসডিপিও অফিসে নোটিশ পেয়ে হাজিরা দিতে দেখা গিয়েছিল অনুব্রত মণ্ডলকে। আর এবার আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেন, বিচারক জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে সমস্ত দিক বিচার বিবেচনা করে অনুব্রত মন্ডলের (Anubrata Mondal) আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন মঞ্জুর করেন।