অনুব্রতর মাথায় উঠল রুপোর মুকুট! মজার ছলে কেষ্ট বললেন, ‘সোনার হলে ভালো হতো।’

বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের মাথায় এবার জুটলো রুপোর মুকুট। তৃণমূলের একটি জনসভায় তৃণমূল কর্মীরা তার মাথায় এমন রুপোর মুকুট তুলে দেন। আর এই মুকুট পেয়ে মজার ছলে অনুব্রত মণ্ডল বলেন, সোনার হলে ভালো হতো।

রবিবার বীরভূমের সিউড়ি বিধানসভার অন্তর্গত সিউড়ি ১ নম্বর ব্লকের চন্দ্রপুরে তৃণমূলের একটি জনসভার আয়োজন করা হয়। যেখানেই প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল। আর সেই মঞ্চেই এমন রুপোর মুকুট তার মাথায় তুলে দেন তৃণমূল কর্মী সমর্থকরা।

আরও পড়ুনঃ পদ্মশ্রী সম্মানে ভূষিত সিউড়ির কন্যা তৃপ্তি মুখোপাধ্যায়! কারণ জানলে কুর্নিশ জানাবেন

অনুব্রত মণ্ডল এদিন জনসভা থেকে বিজেপিকে একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দেন। তার কথাই, সব জায়গা থেকে লোক এলে এই মাঠে দাঁড়ানোর জায়গা হত না।

এখানেই শেষ নয়, এর পাশাপাশি অনুব্রত মণ্ডল জানান, বিজেপিকে ভোট দিয়ে জিতিয়ে আনলে অন্ধকার নেমে আসবে।