এস আই আর নিয়ে দিন কয়েক আগেই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির চেয়ারপারসন অনুব্রত মণ্ডল বলেছিলেন, এসআইআর হোক অসুবিধা কোথায়। হলে তো ভালো হয়।
আর নাম না করে এরই পাল্টা দিতে দেখা গেল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে। কাজল শেখ স্পষ্টভাবেই এদিন জানিয়ে দেন, যেখানে রাজ্যের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করছেন এসআইআর হল এনআরসির ব্যাক ডোর, সেই জায়গায় যারা এসআইআরকে নিয়ে সমর্থনের মত কথাবার্তা বলছেন তারা দল বিরোধী কাজ করছেন।
আরও পড়ুন: রাতের অন্ধকারে আদিবাসী মহিলার সঙ্গে…! চিকিৎসা করাতে এলে পুলিশের সঙ্গে বচসায় জড়াল বিজেপি
এর পাশাপাশি তিনি সদ্য রবিবারের বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক নিয়োগ বিস্ফোরক মন্তব্য করেন। তিনি কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন না। কোর কমিটির বৈঠকে উপস্থিত না থাকার কারণ হিসেবে জানিয়েছেন, একদিন আগে এসএমএস করে জানানো হয়েছে, কোর কমিটির বৈঠক রয়েছে। অথচ তার একমাস আগে থেকেই বিভিন্ন জায়গায় যাওয়ার সিডিউল হয়ে থাকে। যে কারণেই তিনি উপস্থিত হতে পারেননি। তবে বৈঠকে কি আলোচনা হয়েছে তা তিনি জানতে পেরেছেন অন্য সদস্যদের থেকে এবং আশীষ বন্দ্যোপাধ্যায়ের থেকে।
এর পাশাপাশি তার বিস্ফোরক মন্তব্য, কোর কমিটির বৈঠকে এমন কিছু আলোচনা হয়নি যা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের বাইরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেইগুলি এখানে আলোচনা হয়েছে। সুতরাং এই বৈঠক অপ্রাসঙ্গিক বলেই মত কাজল শেখের।
