নিয়োগপত্র পেয়েও ট্রেনিংয়ে ডাকা হল না! হতাশ বীরভূমের বঞ্চিত আশাকর্মী

সমস্ত প্রক্রিয়া হয়েছে, ইন্টারভিউ হওয়ার পর এসেছে নিয়োগ পত্র, কিন্তু তারপরেও ট্রেনিংয়ে যোগ দিতে পারলেন না বীরভূমের এক গৃহবধূ। যিনি আশা কর্মী হিসেবে নিয়োগ পত্র পেয়েছিলেন। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই তিনি এবার বীরভূম জেলাশাসক দপ্তরে নেয় বিচার পেতে দারস্ত হন।

এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরের বাহিরী পাঁচশোয়া অঞ্চলে। এইভাবে চাকরি হোল্ড হয়ে যাওয়ার ঘটনাটি ঘটেছে ওই এলাকার বাসিন্দা মিনতি পাল মন্ডলের সঙ্গে। স্বাভাবিকভাবেই তিনি হতাশ এবং এর ন্যায় বিচার পেতে তিনি এখন উচ্চ আধিকারিকদের দ্বারস্থ।

আরও পড়ুনঃ সাংসদ শতাব্দী রায়ের গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ মহিলার, জুতোর বাড়ি! তৃণমূলকর্মীদের তুমুল হাতাহাতি! তুলকালাম সিউড়ি

ঘটনা সম্পর্কে যা জানা যাচ্ছে তাতে ওই গৃহবধূ আশা কর্মী হিসেবে নিয়োগপত্র পেলেও কারো আপত্তির কারণেই তার চাকরি হোল্ড হয়ে গিয়েছে এবং তিনি ট্রেনিংয়ে ডাক পাননি। ওই গৃহবধূ ঠিক কি কি অভিযোগ করছেন শুনে নেব।