বাংলাকে কখনো ভুলে যায় নি অরিজিৎ, প্রমাণ করলেন কলকাতা কনসার্টে

বহু বাঁধা ও বিতর্ক পেরিয়ে কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল অরিজিৎ সিং (Arijit Singh) এর কনসার্ট। ১৮ ফেব্রুয়ারি ২০২৩-এর সন্ধ্যা ওয়াটার পার্ক অ্যাকোয়াটিকায় আয়োজিত কনসার্টে গান গাইলেন অরিজিৎ। তারই মধ্যে ভাইরাল অরিজিৎ (Arijit Singh) ও রূপমের (Rupam Islam) ডুয়েট। সেদিন সন্ধ্যায় এমনই এক সুরেলা মুহূর্তের সাক্ষী থাকল শহরবাসী।

অরিজিৎ‌ সিং‌ (Arijit Singh) এর সুরেই , তাঁর গলার মাদকতায় ভেসে গেলেন শ্রোতা, দর্শকরা। অরিজিতের সেই শ্রোতা বন্ধুদের মধ্যে ছিলেন বিশেষ একজন, আর ইনি আর কেউ নন, গায়ক রূপম ইসলাম। দর্শকাসনে রূপমের উপস্থিতির কথা জানতে পেরেই ‘রূপম ইসলাম ইজ হিয়ার…’ বলে চেঁচিয়ে উঠেছেন অরিজিৎ (Arijit Singh)।

অরিজতের গান শুনে তাঁর প্রতি ভালোবাসা প্রকাশ করেন রূপম। তবে এখানেই শেষ নয়। এরপর আসর আরও জমে উঠেছিল। মঞ্চে দাঁড়িয়ে গিটার বাজিয়েছেন অরিজিৎ, আর দর্শকাসনে দাঁড়িয়ে মাইক হাতে গেয়েছেন রূপম। রূপমের বিখ্যাত ‘একলা ঘর আমার দেশ ‘ গানটি মাতিয়ে তুলেছিল দর্শকদের।

অরিজিৎ-রূপমের সেই যুগলবন্দী ভিডিয়ো উঠে এসেছে অনুরাগীদের ফেসবুকের পাতায়। অনুরাগীদের ফেসবুকে উঠে এসেছে অরিজিতের অনুষ্ঠানে আরও নানান মুহূর্ত। রূপম ইসলামকে ‘আমার রকস্টার’ বলে আবারও চর্চায় উঠে আসেন অরিজিৎ। আর আবারো অরিজিতের বিনয়ী স্বভাব ফের প্রশংসিত হয়ে চলে সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায়।

এর আগে অরিজিৎ সিং-এর এই কলকাতা কনসার্টের প্রচার করতে দেখা গিয়েছিল রূপম ইসলামকে। অরিজিৎ সিং-এর লাইভ শো-র পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে করেছিলেন রূপম ইসলাম। লিখেছিলেন, ‘এর আগে আমি অরিজিতের শহরে পারফর্ম করেছি। সে নিয়ে অনেক সুখস্মৃতি রয়েছে, যা আজও টাটকা। আর এবার আমার শহর মাতাতে আসছে অরিজিৎ। আমি অবশ্যই থাকছি দর্শক-শ্রোতা হিসেবে।’ এমনকী নিজের স্টোরিতে টিকিট কেনার লিঙ্কও শেয়ার করেন রূপম। সেদিনই রূপমের কথায় মন ছুঁয়ে গিয়েছিল দর্শকের। কনসার্টে ফের রূপম ও অরিজিতকে একসঙ্গে দেখে আরও একবার ভীষণ খুশি অনুরাগীরা।