কাটল জট, লাখি টিকিটের অরিজিৎ সিংয়ের কলকাতা কনসার্টের স্থান চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদন : কলকাতায় ইকো পার্কে হওয়ার কথা ছিল অরিজিৎ সিং এর কনসার্ট। হাজার ছাড়িয়ে লক্ষ টাকায় পৌঁছেছিল সেই টিকিটের টিকিট মূল্য। মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিল কাঙ্খিত সেই কনসার্টের দিনটির জন্য। কিন্তু হঠাৎই কিছুদিন আগেই ভেস্তে যায় সেই কনসার্টের ভেন্যু। তারপর থেকেই অরিজিৎ অনুরাগীদের মধ্যে জল্পনা ছড়াতে শুরু করে আদৌ কনসার্টটি রিশিডিউল হবে কিনা তাই নিয়ে।

তবে এবার সেই জল্পনার অবসান হতে চলেছে। আবারো হতে চলেছে অরিজিত সিং এর সেই লাইভ কনসার্ট এবং শো এর ভেন্যু বদল হলেও, বদল হয়নি শো এর সময় এবং শো এর তারিখের। অরিজিতের কনসার্ট এর পূর্ববর্তী ভেন্যু ইকোপার্ক থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কে হতে চলেছে নতুন কনসার্ট ভেন্যু এবং আগের দিনক্ষণ অনুযায়ী আগামী ১৮ই ফেব্রুয়ারিতেই অরিজিৎ আসতে চলেছে কলকাতায়।

পেটিএম ইনসাইডারের তরফে এই ভেন্যু নিশ্চিত করে একটি অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে অরিজিত সিং এর কনসার্টের নতুন জায়গা নির্ধারণ করা হয়েছে অ্যাকোয়াটিকা ওয়াটার পার্ক। ফলে যারা আগের শো দেখার জন্য টিকিট কেটেছিলেন তাদের খুব বেশি দূর যেতে হবে না। ইকোপার্ক থেকে অ্যাকোয়াটিকার দূরত্ব মাত্র ৮ কিলোমিটার। তবে সব থেকে খুশির খবর এটাই যে পুরোনো টিকিটেই দেখা যাবে নতুন এই কনসার্ট অর্থাৎ ইকো পার্কের জন্য যারা টিকিট কেটেছিলেন সেই টিকিটের প্রবেশাধিকার থাকবে অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কের কনসার্টে।

কলকাতার বুকে গড়ে ওঠা সব থেকে বড় ওয়াটার থিম পার্ক অ্যাকোয়াটিকা, প্রায় ১৭ একর জমির উপর বিস্তৃত। অ্যাকোয়াটিকায় এর আগেও ছোট-বড় বেশ কিছু প্রোগ্রাম হলেও, কখনো অরিজিৎ সিং এর মত দেশ জোড়া খ্যাতিসম্পন্ন গায়কের অনুষ্ঠান আয়োজিত হয়নি। তাছাড়া অরিজিৎ সিং এর অনুষ্ঠান কোন বদ্ধ হল এর ভিতরে করা হলে সেখানে ন্যূনতম দশ হাজার দর্শক সংখ্যা হওয়ার সম্ভাবনা ছিল। এই এত সংখ্যক লোকের জায়গার সংকুলান এবং তাদের নিয়ে আসা গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা করাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ একোয়াটিকা ওয়াটার পার্কের কর্তৃপক্ষের কাছে।

অ্যাকোয়াটিকাতে মোটের উপর ৩০০ গাড়ি পার্ক করা যায়। তবে অ্যাকোয়াটিকার আশেপাশের কিছু ফাঁকা জমিতেও গাড়ি পার্ক করার ব্যবস্থা করা যায় কিনা তা নিয়ে অ্যাকোয়াটিকার উচ্চপদস্থ কর্তা ও মিউজ়িক্যাল শো-র আয়োজক সংস্থার কর্তারা পুলিশের সাথে কথা বার্তা চালাচ্ছেন। প্রসঙ্গত উল্লেখ্য, ইকো পার্কে হতে যাওয়া এই কনসার্টে টিকিট মূল্য সর্বোচ্চ উঠেছিল ৭৫ হাজার টাকা পর্যন্ত। যদিও অবশেষে ইকো পার্কের কনসার্ট ভেস্তে যাওয়ায় নতুন করে রিশিডিউল করা হলো সেই কনসার্টের ভেন্যু।