সিনেমা পিছু অর্পিতা কত টাকা পেতেন, শুনলে হেসে গড়াগড়ি দেবেন

নিজস্ব প্রতিবেদন : এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম অনেকদিন ধরেই জড়িয়ে রয়েছে। এই মামলায় তিনি একাধিকবার সিবিআই তলব পান। তবে এই মামলায় ইডি হাত ধুয়ে নামতেই গ্রেপ্তার হতে হয় তাকে।

পার্থ চট্টোপাধ্যায়ের নাম শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়ে থাকলেও ইডির হাতে আসেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। তিনি সামনে আসতেই তার ফ্ল্যাট থেকে বের হয় ধন কুবেরের মত কোটি কোটি টাকা, সোনা দানা এবং অন্যান্য সামগ্রী। অর্পিতার এই বিলাসবহুল জীবন দেখে অনেকের মধ্যে কৌতুহল সিনেমা করে তিনি কত টাকা রোজগার করতেন। সিনেমার করে তিনি কত টাকা পেতেন তা শুনলে আপনিও হেসে গড়াগড়ি দেবেন।

অর্পিতা টলিউডের কয়েকটি সিনেমায় অভিনয় করার পাশাপাশি ওড়িয়া সিনেমাতেও অভিনয় করেছেন। তবে তিনি টাকা-পয়সা নিয়ে কখনো জোরাজুরি করেননি বলে দাবি করেছেন অর্পিতার ছবির পরিচালক অনুপ সেনগুপ্ত। অনুপ সেনগুপ্তের তিনটি ছবি মামা ভাগ্নে, বাংলা বাঁচাও ও রাজনন্দিনী ছবিতে অভিনয় করেছেন অর্পিতা।

এই তিনটি ছবির জন্য পারিশ্রমিক হিসাবে অর্পিতা মুখোপাধ্যায় যা পেয়েছিলেন তা সর্বসাকুল্যে ৫৫০০০ টাকা। মামা ভাগ্নে ছবির জন্য অর্পিতা পেয়েছিলেন ১৫ হাজার টাকা। বাংলা বাঁচাও ছবির জন্য তাকে সর্বোচ্চ দেওয়া হয়েছিল ২০ হাজার টাকা। রাজনন্দিনী ছবির জন্য পেয়েছিলেন ২০ হাজার টাকা। এছাড়াও রাহুল প্রিয়াঙ্কার প্রতিদ্বন্দ্বী ছবিতে তিনি ক্যামিও রোল করার জন্য পেয়েছিলেন ১০০০০ টাকা। এমনই তথ্য পাওয়া যাচ্ছে অনুপ সেনগুপ্তের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সূত্র অনুসারে।

এর আগে আরও এক প্রযোজক গৌতম সাহা আগেই জানিয়েছিলেন, অর্পিতা মুখোপাধ্যায় উচ্চাকাঙ্খী ছিলেন। তিনি অর্পিতাকে প্রথম বড় ব্রেক দিয়েছিলেন তার সিনেমা ‘হৃদয়ে লেখ নাম’ তে। যদিও পর এই সিনেমার প্রযোজক গৌতম সাহার অর্পিতা, অভিযোগ করেছিলেন তার থেকে নাকি বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল মনিকা দেবীকে।