বীরভূমের দশম শ্রেণীর ছাত্র আরসানাল আহমেদ ডাক পেল ইসরোর। সেই ডাকে সাড়া দিয়ে আগামী ১৮ মে দুই সপ্তাহের জন্য আরসানাল যাচ্ছে ইসরোতে। বিজ্ঞান এবং বিজ্ঞান সম্বন্ধে জানার আগ্রহ থেকেই ইসরোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল আরসানাল। আর সেই প্রতিযোগিতায় অংশগ্রহণের পরিপ্রেক্ষিতেই এবার সে সরাসরি ইসরোতে প্রশিক্ষণের ডাক পেয়েছে। শ্রী হরি কোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে গিয়ে এইভাবে প্রশিক্ষণের সুযোগ পাওয়াই স্বাভাবিকভাবেই খুশি আরসানাল।
গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সাড়ে 300 জন খুদে পড়ুয়া এইভাবে প্রশিক্ষণের জন্য সুযোগ পেয়েছে। পশ্চিমবঙ্গ থেকে যারা সুযোগ পেয়েছে তাদের সংখ্যা দশ জন। আর এই দশজনের মধ্যেই বীরভূমের একমাত্র সুযোগ পাওয়া খুদে পড়ুয়া আরসানাল।
আরও পড়ুন: ‘স্মরণশক্তি হারিয়ে যাচ্ছে!’, নাম না করে দলেরই নেতাকে খোঁচা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার
আরসানাল বীরভূমের রামপুরহাটের সানঘাটা পাড়ার বাসিন্দা। সে সেখানকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র। আরসানালের বাবা ইমতিয়াজ আহমেদ একজন ব্যবসায়ী। তিনি ছেলের এমন সাফল্যে গর্বিত এবং স্কুল ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে কি করা যায় তা নিয়ে চিন্তা ভাবনা করবেন বলে জানিয়েছেন।