আশা কর্মীরা তাদের বকেয়া টাকা আদায় থেকে শুরু করে অন্যান্য বেশ কিছু সুবিধার দাবি দাওয়া নিয়ে মাসের পর মাস ধরে আন্দোলন চালাচ্ছেন। আর তাদের এই আন্দোলন কখনো রাস্তায় গড়াগড়ি দিয়ে, আবার কখনো অন্যভাবে দেখা গিয়েছে। এবার এই সকল আশা কর্মীরা বিক্ষোভ দেখালেন থালা হাতে।
আশা কর্মীরা গত বুধবার সিউড়ি ১ নম্বর ব্লক অফিসে এমন থালা হাতে বিক্ষোভ দেখান। তাদের যে সকল দাবী দাওয়া রয়েছে তার মধ্যে অন্যতম হলো ন্যূনতম ১৫ হাজার টাকা মাসিক বেতন করা, বকেয়া টাকা অবিলম্বে প্রদান করা ইত্যাদি।
এর পাশাপাশি তাদের অভিযোগ, রাজ্য সরকার বারবার তাদের প্রতিশ্রুতি দিলেও কাজের কিছু হচ্ছে না। বারবার প্রতিশ্রুতি পেয়েও ফাঁকা হাতে ঘুরে আসার পরিপ্রেক্ষিতেই তারা এবার থালা হাতে বিক্ষোভ দেখালেন।
