সামনে এলো এশিয়া কাপের চূড়ান্ত সূচি, দেখে নিন কবে ভারত পাক ম্যাচ

নিজস্ব প্রতিবেদন : অবশেষে এশিয়া কাপের (Asia Cup Schedule) চূড়ান্ত সূচি প্রকাশ করা হলো। এই টুর্নামেন্টের চূড়ান্ত সূচি প্রকাশ করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহ। এবছরের এশিয়া কাপ হবে হাইব্রিড মডেলে। কাপের আয়োজক পাকিস্তান। তবে বিসিসিআই আগেই জানিয়ে দিয়েছিল পাকিস্তানে খেলতে যাবে না ভারত। এমনকি চূড়ান্ত সূচি প্রকাশের আগেও এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। এবার যে সকল খেলা হবে সেই সকল খেলা আয়োজিত হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কায়। যেহেতু ভারত পাকিস্তানে যাচ্ছে না তাই ভারতের প্রতিটি ম্যাচ হবে শ্রীলঙ্কায়।

এশিয়া কাপ শুরু হবে ৩০ আগস্ট এবং চলবে ১৭ সেপ্টেম্বর অবধি। যে সূচি প্রকাশ করা হয়েছে সেই সূচির গ্রুপ-এ-তে রয়েছে ভারত, পাকিস্তান এবং নেপাল। গ্রুপ বি তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান। ১৭ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনাল আয়োজিত হবে শ্রীলঙ্কার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে।

এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি

৩০ অগস্ট: পাকিস্তান বনাম নেপাল, মুলতান।

৩১ অগস্ট: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, ক্যান্ডি।

১ সেপ্টেম্বর: রেস্ট ডে।

২ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ভারত, ক্যান্ডি।

৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান, লাহোর।

৪ সেপ্টেম্বর: ভারত বনাম নেপাল, ক্যান্ডি।

৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, লাহোর।

৬ সেপ্টেম্বর: সুপার ফোরের ম্যাচ, গ্রুপ এ-র বিজয়ী বনাম গ্রুপ বি রানার্স, লাহোর।

৬ সেপ্টেম্বর: সুপার ফোরের ম্যাচ, গ্রুপ এ-র বিজয়ী বনাম গ্রুপ বি রানার্স, লাহোর।

৭ সেপ্টেম্বর: ট্রাভেল ডে।

৮ সেপ্টেম্বর: রেস্ট ডে।

৯ সেপ্টেম্বর: সুপার ফোরে গ্রুপ বি জয়ী বনাম গ্রুপ বি রানার্স, কলম্বো।

১০ সেপ্টেম্বর: সুপার ফোরে গ্রুপ এ জয়ী বনাম গ্রুপ এ রানার্স, কলম্বো।

১১ সেপ্টেম্বর: রেস্ট ডে।

১২ সেপ্টেম্বর: সুপার ফোরে গ্রুপ এ রানার্স বনাম গ্রুপ বি জয়ী, কলম্বো।

১৩ সেপ্টেম্বর: রেস্ট ডে।

১৪ সেপ্টেম্বর: গ্রুপ এ জয়ী বনাম গ্রুপ বি জয়ী, কলম্বো।

১৫ সেপ্টেম্বর: গ্রুপ এ রানার্স বনাম গ্রুপ বি রানার্স, কলম্বো।

১৬ সেপ্টেম্বর: রেস্ট ডে।

১৭ সেপ্টেম্বর: ফাইনাল, কলম্বো।