Auto Booking App: সুখবর, এবার অ্যাপ বুকিংয়েই মিলবে অটো, ঘরে থেকে যাত্রী তুলে নিয়ে যাবেন চালকরা

ব্যস্ততম জীবনে নিত্যদিন স্কুল, কলেজ, অফিস যাওয়ার জন্য যাত্রীরা কেউ বেছে নেন ট্রেন কিংবা বাস। আবার সেই ট্রেন বা বাস ধরার জন্য ভরসা হল অটো কিংবা রিকশা। কিন্তু তাতেও ভিড় থাকে ভালোই। তবে এবার থেকে প্রতিদিন সকালে অটোর লাইনে আর দাঁড়াতে হবে না যাত্রীদের। আর থাকবে না অটো ধরার তাড়া।

এবার বাড়ি থেকে বসেই খুব সহজেই অ্যাপের সাহায্য অটো বুক করতে পারবেন নিত্যযাত্রীরা। ঠিক একবারে ক্যাব বুকিংয়ের মতই। জানা গিয়েছে, মূলত পাইলট প্রোজেক্ট হিসাবে এই পরিষেবা প্রথম নিউটাউনে চালু হতে চলেছে। তবে আশা করা যায় ভবিষ‌্যতে কলকাতা ও শহরের নানা প্রান্তে মিলবে অ‌্যাপের মাধ‌্যমেই অটো। 

আরও পড়ুন: ICC Champions Trophy: সেমিফাইনালে উঠতেই ভারতের বিশ্বসেরা রেকর্ড, আর নেই কোনো দেশের

পরিবহণ দপ্তরের সূত্রে খবর, রুটের অটো যে বন্ধ হয়ে যাবে তেমন নয়। শহরে চলা বেশ কিছু অটোকে এই অ‌্যাপের আওতায় আনা হচ্ছে। সর্বোচ্চ তিনজন যাত্রী উঠতে পারবেন অটোয়। তবে গোটা পরিকল্পনাই এখন প্রাথমিক স্তরে বলেই জানা গিয়েছে। শুক্রবার পুলিশ ও পরিবহণ দপ্তরের কর্তাদের উপস্থিতিতে এক বৈঠকে যোগ দেন ওলা-উবের-সহ একাধিক অ‌্যাপ ক‌্যাব সংস্থা। পাশাপাশি ছিল আইএনটিটিইউসি, এআইটিইউসি-সহ বিভিন্ন শ্রমিক সংগঠনও। ওই সংগঠনের নেতৃত্বকেই ঠিক করতে বলা হয়েছে, কোন রুটের কোন অটোকে অ‌্যাপের আওতায় আনা হবে। ভাড়ার বিষয়টিও পরে ঠিক হবে। তবে অ‌্যাপে বুক করা গেলেও কলকাতা পুলিশের সংরক্ষিত এলাকায় তা ঢুকতে পারবে না বলেই খবর।

জানা গিয়েছে,‌ অ‌্যাপে বুক করা অটোর জন‌্য শহরের বিভিন্ন জোন ভাগ করে দেওয়া হবে। যেমন দক্ষিণ কলকাতার অটো মধ‌্য কলকাতায় ঢুকবে না, বা উত্তরের অটো পূর্বে যেতে পারবে না। পরিবহণ দপ্তরের কর্তারা জানিয়েছেন, অটো অ‌্যাপের আওতায় এলেও তার সংখ‌্যা কোনওভাবেই বাড়বে না। নতুন অটো রাস্তায় নামার কোনও পারমিট দেওয়া হবে না। পুরনো অটোর থেকে একটা অংশ অ‌্যাপের আওতায় আনা হবে।

প্রশাসনের কর্তারা জানিয়েছেন, অন‌্যান‌্য রাজ্যে ইতিমধ্যেই এই অ‌্যাপে অটো বুকিং চালু হয়ে গিয়েছে। এবার শহর কলকাতাতে সেই একই ছবি দেখা যাবে। যেহেতু নিউটাউনে অটোর সংখ‌্যা কম, যানজট ও তুলনামূলকভাবে কম তাই সেখানেই পরিকল্পনা প্রথমে বাস্তবায়িত করার কথা ভাবা হয়েছে। অল বেঙ্গল তৃণমূল ড্রাইভার্স অপারেটর্স ইউনিয়নের সাধারাণ সম্পাদক তন্ময় কুণ্ডু এবং অর্ণব গিরি সরকারের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তারা যে সকল অটো আছে, সেই সব অটোকেই অ‌্যাপের আওতায় আনতে হবে বলে জানিয়েছেন। পাইলট প্রোজেক্ট হিসাবে নিউটাউনে তা চালু করা যেতে পারে বলেও জানিয়েছেন।