IPL 2025: দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়ক অক্ষর প্যাটেল, নেতৃত্ব নিতে চাননি কেএল রাহুল

IPL 2025: আইপিএল ২০২৫ শুরু হতে আর বেশি দেরি নেই, আর তার আগেই দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক নিয়ে চলছিল নানা জল্পনা। প্রথমে মনে করা হয়েছিল, নতুন দলে যোগ দেওয়ার পর কেএল রাহুলই নেতৃত্বের দায়িত্ব নেবেন। কিন্তু শেষ পর্যন্ত জানা গেল, রাহুল নিজে থেকেই অধিনায়ক হতে চাননি! ফলে দিল্লির ম্যানেজমেন্ট নতুন নেতৃত্ব খুঁজতে শুরু করে এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়, দলের অধিনায়ক হবেন অভিজ্ঞ অলরাউন্ডার অক্ষর প্যাটেল।

দিল্লি ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্ট প্রথমে কেএল রাহুলকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তিনি নিজে এই দায়িত্ব নিতে অস্বীকার করেন। রাহুল চান শুধু একজন ব্যাটসম্যান হিসেবে দলে খেলতে এবং নিজের পারফরম্যান্সের দিকে বেশি মনোযোগ দিতে। তিনি মনে করেন, অধিনায়কত্বের চাপ থাকলে তার ব্যাটিংয়ে প্রভাব পড়তে পারে। এছাড়াও, ব্যক্তিগত কারণেও রাহুল নেতৃত্ব নিতে চাননি। তার স্ত্রী, অভিনেত্রী আথিয়া শেঠি বর্তমানে অন্তঃসত্ত্বা, ফলে আইপিএলের (IPL 2025) কিছু ম্যাচে রাহুল দলে নাও থাকতে পারেন। এই অনিশ্চয়তা মাথায় রেখেই তিনি নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করতে চাননি। এই পরিস্থিতিতে দিল্লি ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্ট নতুন নেতৃত্ব খোঁজার সিদ্ধান্ত নেয়।

অবশেষে দিল্লি ক্যাপিটালস সিদ্ধান্ত নিয়েছে যে, দলের অধিনায়ক হবেন অভিজ্ঞ অলরাউন্ডার অক্ষর প্যাটেল। গত কয়েক মৌসুম ধরেই তিনি দিল্লির স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এবং দলের হয়ে ধারাবাহিক পারফর্ম করে চলেছেন। ফলে এবার তার ওপরেই আস্থা রেখেছে ম্যানেজমেন্ট। অক্ষরের অভিজ্ঞতা, ঠান্ডা মাথায় খেলা এবং ব্যাট-বলে ভারসাম্যপূর্ণ পারফরম্যান্সই তাকে অধিনায়কত্বের জন্য যোগ্য করে তুলেছে। যদিও কেএল রাহুল দলে থাকবেন এবং সিনিয়র ক্রিকেটার হিসেবে তার অভিজ্ঞতা কাজে লাগবে, তবে আনুষ্ঠানিকভাবে দিল্লির অধিনায়কত্বের দায়িত্ব এবার পুরোপুরি অক্ষরের হাতেই থাকবে।

আরও পড়ুন: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি, কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে?

অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নেওয়ার মধ্যেই দিল্লি ক্যাপিটালসের জন্য আরও একটি দুঃসংবাদ এসেছে। ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান হ্যারি ব্রুক এবারের আইপিএল (IPL 2025) থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। নিলামে ৬.২৫ কোটি টাকায় তাকে দলে নিয়েছিল দিল্লি, কিন্তু ব্যক্তিগত কারণে তিনি খেলতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। ২০২৪ সালের আইপিএলেও একইভাবে ব্রুক শেষ মুহূর্তে নিজের নাম প্রত্যাহার করেছিলেন, এবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হলো। ফলে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইনআপে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে। এখন দেখার বিষয়, ব্রুকের পরিবর্তে কাকে সুযোগ দেওয়া হয় এবং দল কীভাবে এই শূন্যস্থান পূরণ করে।

দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটাররা ১৭ই ও ১৮ই মার্চ বিশাখাপত্তনমে দলের সঙ্গে যোগ দেবেন এবং সেখানেই নতুন অধিনায়ক অক্ষর প্যাটেলের নেতৃত্বে পরিকল্পনা সাজানো হবে। এখন প্রশ্ন হলো, ব্রুকের অনুপস্থিতিতে দলের ব্যাটিং লাইনআপ কীভাবে সাজানো হবে এবং দিল্লির টিম কম্বিনেশন কেমন হবে। আইপিএল (IPL 2025) শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। দিল্লি ক্যাপিটালসের সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, নতুন অধিনায়ক অক্ষর প্যাটেলের নেতৃত্বে দল কেমন পারফর্ম করে এবং তারা এবার ট্রফির দৌড়ে কতদূর যেতে পারে।