শোভনের ৫৬ পূর্তিতে গানের কলি ধরে বিশেষ বার্তা বৈশাখীর

নিজস্ব প্রতিবেদন : ১৯৬৪ সালের ৭ জুলাই জন্মগ্রহণ করেছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জি। দেখতে দেখতে আজ তিনি ৫৬ বছর পূরণ করে ৫৭ তে পা দিলেন। আর এই বিশেষ দিনে গানের কলি ধরে বিশেষ বার্তা দিলেন তার ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখী।

বৈশাখী বন্দ্যোপাধ্যায় এদিন সাতসকালেই তার ফেসবুক ওয়ালে দুজনের ছবি দিয়ে লিখেছেন, ‘তুমি আর আমি তারায় তারায় লেখা আছি, শুভ জন্মদিন শোভন।’ আসলে তিনি এমনটা লিখেছেন ইংরেজিতে এবং জন্মদিন উইশ করেছেন। ইংরেজিতে তিনি লিখেছেন, ‘ইউ অ্যান্ড আই ওয়্যার রিটেন ইন দা স্টার্স।’

‘রিটেন ইন দ্য স্টার্স’ গেয়েছিলেন আমেরিকার র‌্যাপ তারকা এরিক টার্নার। কবি শামসুর রহমান লিখেছেন, ‘আমি তারায় তারায় রটিয়ে দেব আমি তোমার তুমি আমার।’ বাংলাদেশের গায়ক জেমস তাতে সুর দিয়ে গেয়েছিলেন এই গান গেয়েছিলেন ‘নগরবাউল’ অ্যালবামে।

গত এক মাস ধরেই শোভন-বৈশাখী বেস্ট চর্চার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছেন। প্রথম দফায় এই চর্চা শুরু হয় শোভন বৈশাখীর বিধায়ক রত্না চ্যাটার্জীকে ঘিরে নানান অভিযোগের পরিপ্রেক্ষিতে। এরপর আবার বৈশাখী ব্যানার্জি নিজের ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করে রাখেন বৈশাখী শোভন ব্যানার্জি। এরই মাঝে তারা আবার চর্চায় আসেন শোভন চ্যাটার্জীর সমস্ত সম্পত্তি বৈশাখীর নামে লিখে দেওয়াকে কেন্দ্র করে।

তবে এইসব ঘটনা কয়েকদিন ধরেই ধামাচাপা পড়েছিল। কিন্তু এই জুটি কখনোই ধামাচাপা থাকার মত নয়। তাইতো শোভনের ৫৭ তম জন্মদিনে অভিনব বার্তায় তারা আবার চর্চায় উঠে এলেন। তবে এই বিশেষ বার্তা দিলেও কিভাবে শোভনের জন্মদিন পালন করবেন তা কিন্তু জানাতে চাননি বৈশাখী। বরং বলেছেন ‘এটা নিতান্তই ব্যক্তিগত ব্যাপার’।