আতশবাজি, ঢাক ঢোল! ঠাকুমার শেষ যাত্রায় সে-কী আয়োজন, কিন্তু কেন

৭৬ বছর বয়সে ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করা ঠাকুমার শেষ যাত্রায় বাজলো ব্যান্ড, ফাটল বাজি। এমন আয়োজন সচরাচর দেখা যায় না বললেই চলে। কেননা, যে কোন মৃত্যু দুঃখজনক আর সেই মৃত্যুতে চোখের জল ফেলতেই দেখা যায় আত্মীয়-স্বজন থেকে পাড়া-প্রতিবেশীদের। কিন্তু এসবকে ছাড়িয়ে অবাক করা এমন আয়োজন এবার দেখা গেল বীরভূমে।

শনিবার কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রার মতোই সিউড়ি এক নম্বর ব্লকের অন্তর্গত বারুইপুর গ্রামের ৭৬ বছর বয়সী বৃদ্ধা ক্যালেন্দিস মালের শেষ যাত্রায় দেখা গেল আতশবাজি থেকে শুরু করে ঢাকঢোল ব্যান্ড পার্টি। ওনার শেষ যাত্রায় চোখের জল ফেলতে দেখা যায়নি কাউকে। বরং সকলকে আনন্দ সহকারে শেষ যাত্রায় শ্মশানগামী হতে দেখা যায়। এমন আয়োজন দেখে অনেকের মধ্যেই প্রশ্ন কেন এমন পদক্ষেপ নিলেন মৃতার আত্মীয়-স্বজনরা?

আরও পড়ুন: যুবশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের কামাল! লাভপুরে বিজেপি ছেড়ে ২০০ পরিবার যোগ দিলেন তৃণমূলে

এই প্রসঙ্গে যা জানা যাচ্ছে তাতে, ঐ বৃদ্ধায় নাকি জীবিতকালে নাতি-নাতনীর কাছে বলে গিয়েছিলেন, তিনি মারা গেলে কেউ যেন কান্নাকাটি না করে, তিনি মারা গেলে ব্যান্ড পার্টি থেকে শুরু করে আতশবাজি ইত্যাদির আয়োজন করা হয়।

বৃদ্ধার ইচ্ছেমতোই পরিবারের সদস্যরা এমন আয়োজন করেন। আর এমন আয়োজন দেখে রীতিমতো অবাক হয়ে যান এলাকার বাসিন্দারা।