Bandher Kali Mandir: বীরভূমে রয়েছে এমন এক কালী মন্দির, যেখানকার মা কালী ১৩১১ বছরের পুরনো

Bandher Kali Mandir: বীরভূমে রয়েছে এমন এক কালী মন্দির, যেখানকার মা কালী ১৩১১ বছরের পুরনো। বাংলার ১২১ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল এই মা কালীকে। আবার যে মা কালীর কথা বলা হচ্ছে তার সঙ্গে রাজা লক্ষণ সেনের আমলের বেশ কিছু মিথ প্রচলিত রয়েছে।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল নেতাকে চোর বলে দাবি, কে এই নেতা?

বীরভূমের ১৩১১ বছরের পুরাতন ওই মা কালী হলেন জয় বাঁধের মা কালী (Bandher Kali Mandir)। এটি পারুইয়ের অবস্থিত। এখানকার এই মন্দিরে প্রতিমাসে পাঁচটি করে হোম যজ্ঞের আয়োজন করা হয়। এখানে দুর্গাপুজোর মহানবমীর দিন মায়ের বাৎসরিক পুজো করা হয়ে থাকে। দূর দূরান্তের বহু ভক্তরা রয়েছেন যারা মন্দিরে আসেন এবং তাদের মনস্কামনা করে উপকৃত হন। মন্দিরটি ঘিরে নানান অজানা ইতিহাস রয়েছে। এত বছরের পুরাতন এই মা কালীর ইতিহাস ছোট করে সত্যিই বলা মুশকিল।