সেপ্টেম্বরে ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, হয়রানির আগে দেখে নিন ছুটির তালিকা

নিজস্ব প্রতিবেদন : হাতে মাত্র কয়েকটি দিন, আর তারপরেই আগস্ট মাসের সমাপ্তি ঘটবে এবং সূচনা হবে সেপ্টেম্বর মাসের। প্রতি মাসের শুরুতেই সরকারি কর্মচারীদের দেখা যায় ক্যালেন্ডারের পাতায় চোখ বুলিয়ে দেখে নিতে কোন কোন দিন ছুটি রয়েছে। ঠিক সেই রকমই গ্রাহক থেকে ব্যাঙ্ক কর্মী প্রত্যেকেই এই কাজটি করে থাকেন। যাতে করে ব্যাংকের শাখা বন্ধ (Bank Holidays) থাকা অবস্থায় ঘুরে আসতে না হয় অর্থাৎ হয়রানীর শিকার হতে না হয়।

সরকারের তরফ থেকে যেমন সরকারি কর্মচারীদের ছুটির তালিকা দেওয়া হয়ে থাকে, ঠিক সেই রকমই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তরফ থেকে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে সেই তালিকাও প্রকাশ করা হয়ে থাকে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই তালিকা প্রকাশ করার ফলে গ্রাহক থেকে কর্মী প্রত্যেকেই জানতে পারেন কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। সেই তালিকা থেকে জানা যাচ্ছে, সেপ্টেম্বর মাসে ১৬ দিন বন্ধ থাকবে ব্যাংক। তবে এই ছুটি কিন্তু সব রাজ্যের ক্ষেত্রে এক নয়।

প্রতিটি রাজ্যের রাজ্য সরকার তাদের আঞ্চলিক উৎসব অনুষ্ঠানের ভিত্তিতে ছুটি ঘোষণা করে থাকে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেই অনুযায়ীও ছুটির তালিকা করে থাকে। এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজ্যের ছুটির তালিকা আলাদা আলাদা হয়। সেই অনুযায়ী বিভিন্ন রাজ্যে বিভিন্ন দিন ব্যাংক বন্ধ থাকে। আবার ন্যাশনাল হলি ডে অনুযায়ী এবং ব্যাংকের শনিবার ও রবিবারের ছুটি অনুযায়ী সব জায়গায় একই দিনে ব্যাংক বন্ধ থাকে।

৩ সেপ্টেম্বর : রবিবার হওয়ায় দেশের সব ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।
৬ সেপ্টেম্বর : শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে সারা দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৭ সেপ্টেম্বর : শ্রী কৃষ্ণ অষ্টমী উপলক্ষে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
৯ সেপ্টেম্বর : মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় দেশের সব ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।
১০ সেপ্টেম্বর : রবিবার হওয়ায় দেশের সব ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।
১৭ সেপ্টেম্বর : রবিবার হওয়ায় দেশের সব ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।

১৮ সেপ্টেম্বর : বিনায়ক চতুর্থী উপলক্ষে ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকবে।
১৯ ও ২০ সেপ্টেম্বর : গনেশ চতুর্থী উপলক্ষে এই ২ দিন ব্যাঙ্ক ছুটি থাকবে।
২২ সেপ্টেম্বর : তারিখে শ্রী নারায়ন গুরুর সমাধি দিবস হিসাবে ব্যাঙ্ক ছুটি থাকবে।
২৩ সেপ্টেম্বর : মাসের চতুর্থ শনিবার হওয়ায় দেশের সব ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।
২৪ সেপ্টেম্বর রবিবার হওয়ায় দেশের সব ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।
২৫ সেপ্টেম্বর শ্রীমন্ত শঙ্করদেবের জন্মবার্ষিকী হওয়ায় ব্যাঙ্ক ছুটি।
২৮ সেপ্টেম্বরে মিলাদ-ই-শরীফ হওয়ায় ব্যাঙ্ক ছুটি।
২৯ সেপ্টেম্বর ঈদ-ই-মিলাদ-উল-নবি উপলক্ষে ব্যাঙ্ক ছুটি থাকবে।