বীরভূমের সুমনের গানে মুগ্ধ সোনু নিগম, ডাক পড়ল মুম্বাই যাওয়ার

বীরভূমের সিউড়ির তরুণ গায়ক সুমন মুখোপাধ্যায় এখন বলিউডের সুপারস্টার সোনু নিগমের প্রিয় মুখ। খোদ সোনু তাঁকে মুম্বইয়ে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে সুমন একের পর এক সোনুর সুপারহিট গান গেয়ে শোনান। গান শুনে মুগ্ধ সোনু নিগম প্রশংসায় পঞ্চমুখ। এই ঘটনা বাংলার গানপ্রেমীদের মনে নতুন উদ্দীপনা জাগিয়েছে।

সোনু নিগমের ডাকে মুম্বাই পাড়ি বীরভূমের গায়কের

সিউড়ির এক সাধারণ পরিবারের ছেলে সুমন। বাবা পুলক মুখোপাধ্যায় ছিলেন কনস্টেবল। আর্থিক অনটনের মধ্যেও মা ছেলের গানের সখ দেখে টাকা জমিয়ে হারমোনিয়াম কিনে দেন। ছোটবেলা থেকেই সুরের সাধনা শুরু। সিউড়ি রামকৃষ্ণ বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের পর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সঙ্গীতে স্নাতক ও স্নাতকোত্তর। পড়াশোনায় সপ্তম স্থান অধিকার করে রাজ্যপালের হাত থেকে পুরস্কারও পান।

এখন কলকাতায় থেকে বিভিন্ন অনুষ্ঠানে গান করেন ও গান শেখান। সোনু নিগমের বড় ভক্ত সুমন। তাঁর গাওয়া গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেন নিয়মিত।

আরও পড়ুনঃ শান্তিপূর্ণ মিছিল আসামিদের মতো ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা পুলিশের! রেগে লাল আদিবাসীরা, হুলুস্থুল কান্ড সিউড়িতে 

সোনুর নজরে আসা থেকে মুম্বই সাক্ষাৎ

২০২২ সালে সোনু নিগমের চোখে পড়ে সুমনের গান। প্রশংসা করেন, নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন বারবার। তারপর ২০২৩-এ কলকাতায় ও ২০২৪-এ দুর্গাপুরে দেখা হয়। এবার সোনু নিজে মুম্বইয়ে ডেকে পাঠান। সুমন গিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন, গান শোনান। সোনুর ড্রয়িংরুমে তোলা ভিডিওতে দেখা যায় উষ্ণ আলাপচারিতা।

সুমন বলেন, “এত বড় শিল্পীর সান্নিধ্য পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। ওঁর প্রশংসা আমার পথকে আরও মজবুত করবে।” এই সাফল্য বাংলার প্রতিভাদের জন্য অনুপ্রেরণা। সিউড়ির এই ছেলে প্রমাণ করলেন, সাধনা ও ভালোবাসা থাকলে স্বপ্নের দূরত্ব মুছে যায়।