সবকিছু খুলে যাচ্ছে, আরও বেশি সতর্ক হওয়ার বার্তা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন : চতুর্থ দফা লকডাউন শেষ হওয়ার আগেই কেন্দ্র সরকারের তরফ থেকে ৩০ শে মে পঞ্চম দফা লকডাউন নিয়ে নির্দেশিকা জারি করে। নির্দেশিকা অনুসারে পঞ্চম দফার লকডাউন আর সেই লকডাউনের তাৎপর্য বহন করছে না, বরং চারদফা লকডাউন চলার পর ধীরে ধীরে তিন দফায় দেশকে আনলক করার পথে কেন্দ্র। আর এই আনলক পদ্ধতি চলাকালীন মানুষকে আরও বেশি সতর্ক থাকতে হবে এমনটাই বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “ধীরে ধীরে সব কিছু খুলে যাচ্ছে। এই সময় আরও বেশি সতর্ক হতে হবে। মাস্ক পরা ও ২ গজের দূরত্ব বজায় রেখে আরও সতর্ক হতে হবে।” তিনি আরও বলেন, “আমি যখন শেষবার আপনাদের সাথে কথা বলেছিলাম তখন প্যাসেঞ্জার ট্রেন, বিমান পরিষেবা চালু ছিল না। ছিলনা বাস পরিষেবা। ধীরে ধীরে এই সকল পরিষেবার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। বর্তমানে শ্রমিক স্পেশাল ট্রেন চলছে, আর আসতে আসতে অন্যান্য ট্রেন পরিষেবাগুলিও চালু হয়ে যাবে।”

করোনা মহামারী সাথে দেশের সকল মানুষকে একত্রিত হয়ে লড়াই করার কথা স্মরণ করিয়ে তিনি বলেন, “স্বাস্থ্যসুরক্ষা মেনে সমস্ত পরিষেবাগুলি ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে। খুলেছে ঘরোয়া বিমান পরিষেবা, খুলেছে কল কারখানা। আমি বলতে চাই, অর্থনীতির একটা বড় অংশ খুলে গেছে। আর এমতো অবস্থায় আরও সতর্ক হয়ে চলতে হবে। মাস্ক পড়তে হবে, প্রয়োজনে বাড়িতে থাকতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে।”

দেশের সমস্ত মানুষ যৌথভাবে এই করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করছে। আর তাদের যৌথ প্রচেষ্টায়, দৃঢ়তায় বিশ্বকে আমরা বুঝাতে পারছি যে ভারতীয়দের কৃতিত্ব কতটা। এমনটাও বলেন এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায় স্পষ্ট দেশ যখন আনলক হচ্ছে তখন আমাদের আরও বেশি সতর্ক ও সাবধানতা অবলম্বন করে সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে চলেই করোনাকে জয় করতে হবে।

আর যখন দেশ চতুর্থ দফার লকডাউনের পর আনলক হচ্ছে তখনও ভারতে উদ্বেগজনকভাবে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রবিবারের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় এযাবৎ সর্বাধিক আক্রান্ত হয়েছেন। একদিনেই করোনা আক্রান্ত ৪৩৮০। আর এরপরে দেশের মোট করনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ১ লক্ষ ৮২ হাজার ১৪৩ এ।