New Features in YouTube: মনিটাইজেশন চলে গেলেও হবে রোজগার, ইউটিউব নিয়ে এলো দারুণ ফিচার

As a result of the new features of YouTube, the income opportunities are increasing: বর্তমান যুগে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ছাড়া মানুষ একটুও চলতে পারে না। নিজেদের প্রতিভাকে বহু মানুষ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর দ্বারা সবার সামনে তুলে ধরেন। সম্প্রতি গুগলের এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নিয়ে এলো নতুন একটি ফিচার। ইউটিউবের এই নয়া মনিটাইজেশন পদ্ধতির (New Features in YouTube)দ্বারা কারা হচ্ছে বেশি লাভবান? তাদের মাসিক আয় আগের থেকে অনেকটাই বৃদ্ধি পাবে জানেন কি তা? আজকের প্রতিবেদনে আলোচনা করব বিস্তারিতভাবে।

সাধারণত এই নতুন ফিচার এর মাধ্যমে সবথেকে বেশি লাভবান হতে চলেছেন পডকাস্টাররা। আসলে কি এই পডকাস্টিং? এই ব্যাপারে এখনও কিন্তু অনেকেই জানেন না অর্থাৎ সবার কাছে সঠিক ধারণা নেই। আসুন ধারণাটিকে একটু স্পষ্ট করে দিই। শান্তিপূর্ণ পরিবেশে যখন কেউ কাউকে প্রশ্ন করে এবং অপরপক্ষ তাকে উত্তর দেয়, সেই আলাপ আলোচনাটাই পডকাস্টিং। আজকাল বহু মানুষ এমন আছেন যারা পডকাস্টার হিসাবে নিজেদের জীবন শুরু করতে চায়, তাই এর জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলেছে। তার উপর এই নতুন ফিচার (New Features in YouTube) আসলে তো সোনায় সোহাগা।

পডকাস্টিং এর বিভিন্ন ভিডিও মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। সেই কারণে এই প্ল্যাটফর্মে প্রতিযোগিতাও বাড়ছে দিনকে দিন। ভিডিও যদি ভাল হয় তা অবশ্যই মানুষের মন ছুঁয়ে যাবে এবং এর থেকে সাফল্য অর্জন করবে কনটেন্ট ক্রিয়েটাররা। পডকাস্ট ভিডিও শেয়ার করা এখন হয়ে গেছে আরও অনেক বেশি সহজ এবং আকর্ষণীয়। কোম্পানি কিন্তু এই কনটেন্ট ক্রিয়েটারদের ইউটিউব মিউজিকেও যোগদান করার সুযোগ করে দিয়েছে। যদি পডকাস্টার হিসেবে আপনার চ্যানেল থাকে তাহলে কি আপনি ইউটিউব মিউজিক এ যোগদান করতে পারবেন? সে বিষয়ে মানতে হবে বিশেষ কিছু শর্ত।

আরও পড়ুন 👉 Income of Bong Guy: বং-গাই কিরণের ইউটিউব থেকে কত রোজগার! শুনলে লজ্জা পাবেন বড় বড় কোম্পানির সিইওরাও

সম্প্রতি ইউটিউব স্টুডিওতে যে নতুন ফিচার (New Features in YouTube) যোগ হয়েছে তার দ্বারা ইউটিউব মিউজিকে খুব সহজেই পডকাস্ট শেয়ার করা যাবে। অর্থাৎ একাধিক সুযোগের দরজা খুলে যাচ্ছে কনটেন্ট ক্রিয়েটারদের জন্য। এবার আয় করা যাবে ইউটিউব মিউজিক হোমপেজ থেকেই। তাহলে আপনিও শুনতে পারবেন এই ধরনের অডিও খুব সহজেই। পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমেও আয় করতে পারবেন পডকাস্টাররা।

নতুন এই চমকের (New Features in YouTube) ফলে সাবস্ক্রাইবার এর সংখ্যা বৃদ্ধি পাবে এমনটাই আশা করছে ইউটিউব। সাথে থাকবে ফ্যান ফান্ডিং এর সুবিধা। নিশ্চয়ই ভাবছেন কি এই ফ্যান ফান্ডিং? এর দ্বারা কনটেন্ট ক্রিয়েটাররা খুব সহজেই তাদের ফ্যানদের সঙ্গে জুড়তে পারবেন। এমনকি এক্সক্লুসিভ কনটেন্ট পাওয়া যাবে স্পেশাল মেম্বারশিপের দ্বারা। ক্রিয়েটাররা লাইভ স্ট্রিম করতে গিয়ে সুপারস্টার থেকেও আয় করতে পারবেন অনেকটাই।