খেলার মাঠেই হঠাৎ এই কারণে মাঠে শুয়ে পড়লেন খেলোয়াড় থেকে আম্পায়ার

নিজস্ব প্রতিবেদন : বাইশ গজে খেলোয়াড়দের রান নেওয়ার সময় উইকেট বাঁচানোর জন্য মাটিতে শুয়ে পড়তে দেখা যায়। আবার কখনো বল ধরতে ফিল্ডাররা গড়াগড়ি দেন। আম্পায়ারও তীব্র গতিতে ছুটে আসা বল থেকে বাঁচার জন্য কখনো কখনো শুয়ে পড়েন। কিন্তু একসঙ্গে মাঠে হাজির সবাই শুয়ে পড়লেন! হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটেছে একটি কারণে।

এমন ঘটনা কোন পাড়ার ক্রিকেটে ঘটেনি। এই ঘটনা ঘটেছে খোদ ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে। কাউন্টি চ্যাম্পিয়নশিপের খেলা চলাকালীন রবিবার এমন ঘটনাটি ঘটে এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর ভাইরাল হয়। তবে প্রশ্ন হল কি এমন ঘটলো যে কারণে মাঠে হাজির প্রত্যেকে শুয়ে পড়তে বাধ্য হলেন।

এমন ঘটনার কারণ অন্য কিছু না, কারণ হলো মৌমাছি। রবিবার কাউন্টি চ্যাম্পিয়নশিপের সাসেক্স বনাম লেস্টারশায়ারের ম্যাচ চলছিল। কিন্তু সেই সময় হঠাৎ করে মাঝ মাঠে ঝাঁকে ঝাঁকে আগমন ঘটে মৌমাছির। লেস্টারশায়ারের সেকেন্ড ইনিংস চলাকালীন এমন ঘটনাই মাঝ পথে থমকে যায় খেলা। সেই সময় এইভাবে মৌমাছির আগমন দেখে প্রথমে হাত দিয়ে তা আটকানোর চেষ্টা চালান খেলোয়াড়রা।

হাত দিয়ে আটকানোর চেষ্টা চালানোর সময় ঝাঁক ঝাঁক মৌমাছির এইভাবে আগমন দেখে রণেভঙ্গ দেন খেলোয়াড় এবং আম্পায়াররা। আত্মরক্ষার্থে খেলা বন্ধ রেখে নাক-মুখ ঢেকে প্রত্যেকেই শুয়ে পড়েন। এরপর যতক্ষণ ধরে ওই মৌমাছির দল মাঠের মধ্যে তাদের খেলা দেখায় ততক্ষণ বন্ধ থাকে কাউন্টি চ্যাম্পিয়নশিপের খেলা। স্বেচ্ছায় ওই মৌমাছির দল মাঠ ছাড়ার পর ফের চালু হয় খেলা।

এমন ঘটনার ভিডিও কাউন্টি চাম্পিয়ানশিপ কর্তৃপক্ষ এবং ক্লাব লেস্টারশায়ার আলাদা আলাদা টুইট করেছে। পাশাপাশি তারা বেশ মজা করে লিখেছে, ‘মৌমাছির জন্য খেলা বন্ধ, আগে কেউ এমন দেখেছেন?’ প্রসঙ্গত এই ম্যাচে ভারতীয় হিসেবে অংশগ্রহণ করেছিলেন চেতেশ্বর পুজারা।