ভোটের আগে জেলার ৩২ পুলিশ অফিসারের রদবদল

হিমাদ্রি মণ্ডল : বিধানসভা ভোটের আর আর হাতে মাত্র কয়েকটা দিন। এরই মধ্যে বীরভূম জেলা পুলিশে ব্যাপক রদবদল করা হলো। বীরভূম জেলার বিভিন্ন থানার পুলিশ অফিসারদের পোস্টিংয়ের ক্ষেত্রে এই রদবদল করা হয়েছে।

রবিবার জেলার বিভিন্ন থানার পুলিশ অফিসারদের এই রদবদল সম্পর্কে জেলা পুলিশ সুপার একটি নির্দেশিকা জারি করেন। যে নির্দেশিকায় দেখা যাচ্ছে ৩২ জন পুলিশ অফিসারের পোস্টিং রদবদল করা হয়েছে। এইসকল ৩২ জন পুলিশ অফিসারের রদবদল জেলার প্রায় প্রতিটি থানার ক্ষেত্রেই লক্ষ্য করা গিয়েছে।

নির্দেশিকা অনুযায়ী লক্ষ্য করা গেছে পাঁড়ুই থানার ওসি এসআই তরুণ চট্টরাজকে পাঠানো হচ্ছে তারাপীঠ পুলিশ স্টেশনে। মহঃবাজার থানার ওসি এসআই শেখ মহঃ আলিকে পাঠানো হচ্ছে নলহাটি থানায়। নলহাটি থানার ওসি এসআই দেবব্রত সিনহাকে পাঠানো হচ্ছে দুবরাজপুরে। ইলামবাজার থানার ওসি এসআই তাপাই বিশ্বাসকে পাঠানো হচ্ছে মহঃবাজার থানায়। মাড়গ্রাম থানার ওসি এসআই সঞ্চায়ন ব্যানার্জিকে পাঠানো হচ্ছে লোকপুরে।

এছাড়াও তালিকায় রয়েছেন আহমেদপুর ফাঁড়ির ওসি এসআই টুবাই ভৌমিক, যাকে পাঠানো হচ্ছে রামপুরহাট থানায়। শান্তিনিকেতন থানার ওসি এলএসআই কস্তুরী মুখার্জিকে পাঠানো হচ্ছে চন্দ্রপুর থানায়। নানুর থানার ওসি এসআই মনোজ সিংহ যাচ্ছেন সাঁইথিয়ায়। রামপুরহাট থানার ওসি এসআই নীল রতন ঘোষ পোস্টিং পাচ্ছেন ডিআইবি, বীরভূম। পাশাপাশি রয়েছে আরও একাধিক থানার অফিসারদের রদবদলের তালিকা

রদবদলের সম্পূর্ণ তালিকা

পুলিশি এই রদবদল সম্পর্কে বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন, সরকারি রুটিন অনুযায়ী এই রদবদল।