Chanakya opinion on begging: ভিখারি দেখলেই ভিক্ষা দেন! ভিক্ষা দানে কী ক্ষতি হচ্ছে জানেন?

Chanakya opinion on begging:  পথে ঘাটে গরিব মানুষ বা ভিখারিকে পয়সা দিয়ে সাহায্য করেন অনেকেই। নিজেদের সামর্থ্য মতো কখনো পয়সা কখনো খাবার দিয়েও সাহায্য করতে দেখা যায় ভিখারীদের। কিন্তু চাণক্য ভিখারিদের এই ভিক্ষা দেওয়ার প্রসঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন চাণক্য

ভিখারি বা অন্য কাউকে সাহায্য করা সবসময় ভালো নয়, এই সাহায্যের ফলে সমাজ বা ব্যক্তির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। চাণক্য এর মতে, অপরের প্রতি অতি সহানুভূতি বা দয়া দেখালে মানুষ দুর্বল হয়ে পড়েন এবং প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে।

আরও পড়ুন: Amir Gouri: আমিরের সঙ্গে সম্পর্কে কী তাহলে সিলমোহর পড়লো গৌরীর! গৌরীর আসল পরিচয় জানেন?

চাণক্য এর মতে, এমন ব্যক্তিকে সাহায্য করা উচিত নয় যিনি পরিশ্রমে আগ্রহী নন, ব্যক্তি অক্ষম হয়ে পড়েন এবং সমাজে পরনির্ভরশীলতা বৃদ্ধি হতে থাকে। যে ব্যক্তির কর্ম করার মতো ক্ষমতা রয়েছে তাকে পয়সা নিয়ে সাহায্য করা ঠিক নয় তাহলে তার মধ্যে অলসতা বাড়ে।

চাণক্য এর মতে, এমন ব্যক্তিকে সাহায্য করা উচিত যার পরিশ্রম করে ভবিষ্যতে উন্নতি করার ইচ্ছা রয়েছে। অর্থ বা খাবারের বদলে কর্মসংস্থান সৃষ্টি করা উচিত যাতে মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে। অন্ধভাবে কাউকে সাহায্য করার আগে দুবার ভাবা দরকার, নাহলে প্রতারণার শিকার হতে হয়।