নিজস্ব প্রতিবেদন : সামনেই পূজোর ছুটি। পুজোর এই ছুটিতে ভ্রমণ পিপাসুরা অনেকেই মুখিয়ে রয়েছেন ঘুরতে যাওয়ার জন্য। ভ্রমণ পিপাসুরা অনেকেই ঘুরতে পছন্দ করেন ভিড়ভাট্টা জায়গায়, আবার অনেকে পছন্দ করেন নির্জনে। নির্জনে যারা ঘুরতে পছন্দ করেন তাদের জন্য উত্তরবঙ্গের একটি ঠিকানা মন জয় করে দিতে পারে।
পাহাড়ের পাদদেশে ছোট ছোট ঘর। সামনেই রয়েছে সুইমিং পুল। ছবিতে যেমন দেখা যায় ঠিক সেই রকমই চোখ যেদিকেই রাখা হবে দেখা যাবে সবুজের সমাহার। এমন এই জায়গাটির নাম হল বেলতার। এটি হল কার্শিয়াংয়ের একটি ছোট গ্রাম। তবে এখানে কার্শিয়াংয়ের মতো ভিড় নেই। ফাঁকা জায়গায় একান্তে সময় কাটানোর জন্য অন্যতম জায়গা হল এটি।
এখানে যে রিসোর্ট রয়েছে তা পরিচালিত হচ্ছে জিটিএ-র দ্বারা। এই রিসোর্ট বুকিং করার জন্য ওয়েবসাইট অথবা সরাসরি ফোন করেও বুকিং করা যাবে। চারিদিকে রয়েছে চা বাগান এবং রিসোর্টের পাশে রয়েছে একটি পাহাড়ি নদী। এই গ্রামকে ঘিরে রয়েছে মহারানী পাহাড় আর মার্গারেট হোপ চা বাগান। সারাক্ষণ মেঘের আনাগোনা এবং পাখিদের ডাক শোনা যাবে।
এটি একটি অফবিট জায়গা হওয়ার কারণে এখানে দেখার মত অনেক কিছু জিনিস থাকলেও টুরিস্ট পয়েন্টে নেই। গাড়ি ভাড়া করে দেখা যেতে পারে কার্শিয়াংয়ের ঝুলন্ত ক্যাফে মার্গারেট ডেক। এছাড়াও দেখা যেতে পারে ডাও হিল, হনুমান টক, ইগলস ক্র্যাগ, গিড্ডা পাহাড়। কাঞ্চনজঙ্ঘার অসাধারণ শোভা এখানে দেখতে পাওয়া যায়।
বেলতার এই রিসোর্টে আসার জন্য আসতে হবে প্রথমে এনজিপি রেলস্টেশন অথবা প্লেনে বাগডোগরা। সেখান থেকে কার্শিয়াং হয়ে মার্গারেট হোপ চা বাগানের দিকে নেমে যেতে হবে।