বিশ্বকে চমকে ‘Staple Pin’ দিয়ে চেন তৈরি করে গিনেস বুকে দুই বাঙালি

নিজস্ব প্রতিবেদন : ‘Staple Pin’ দিয়ে ২১৭০ ফুটের একটি চেন তৈরি করে গিনেস বুক অব রেকর্ডে নাম তোলার জন্য মনোনয়ন দাখিল করলেন বীরভূমের প্রত্যন্ত এলাকা দুবরাজপুরের ছোট সালুঞ্চি গ্রামের মিনহাজুল মন্ডল। চাষির ঘরের ছেলের এমন কীর্তিতে বাহবা দিচ্ছেন বিশিষ্টজনেরা। সোমবার দুপুরে প্রশাসনের তরফ থেকে মাপা হয় সেই চেন।আর তার ভিডিও রেকর্ডিং করে পাঠানো হয় গিনেস কর্তৃপক্ষকে। পাশাপাশি প্রশ্নও উঠছে এই ‘Staple Pin’ দিয়ে তৈরি চেনের রেকর্ড কি প্রথম? বা এই রেকর্ডের অধিকারী এর আগে কারা ছিলেন, যাদের রেকর্ড ভাঙ্গা হলো?

সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা গিনেস অথরিটির নানান তথ্য থেকে জানতে পেরেছি, ‘Staple Pin’ দিয়ে প্রথম চেন তৈরি করার রেকর্ড করেছিলেন বাংলাদেশের খন্দকার সিয়াব আহম্মেদ। তিনি তৈরি করেছিলেন খুব স্বল্প দৈর্ঘ্যের একটি চেন, ৪২০ ফুট। তবে তা প্রথম হওয়াই গিনেস বুক অব রেকর্ডে তাঁর নাম ওঠে।

এরপর আমেরিকার মেকেঞ্জি মার্টিন এই রেকর্ডটি প্রথম ভাঙ্গেন ২০০৮ সালে। তিনি সেবার চেন তৈরি করেছিলেন ৮৫০ ফুটের কাছাকাছি। পরে আবার তিনি নিজেই নিজের রেকর্ড ভাঙেন ২০১১ সালে। নিজের রেকর্ড ভাঙেন ১১৫৭ ফুটের চেন তৈরি করে। তারপর থেকে বছরের পর বছর ধরে সেই রেকর্ড অটুট ছিল।

কিন্তু পরে সেই রেকর্ড ভেঙে ফেলেন আমাদের ভারতবর্ষের পশ্চিমবাংলার নদীয়ার শান্তিপুরের বাসিন্দা অনুপম সরকার। তিনি পূর্বের রেকর্ড ভেঙে সেই রেকর্ড ভারতের মাটিতে নিয়ে আসেন ২০১৮ সালের ১লা জুলাই। তাঁর তৈরি করা চেনের দৈর্ঘ্য ছিল ১৮৫৭ ফুট। এই নতুন রেকর্ড তৈরি করা চেনের তিনি নাম দিয়েছিলেন ‘সম্প্রতির শৃঙ্খল’। এ বিষয়ে অনুপম সরকার থেকে জানা যায়, ‘সম্প্রীতির শৃঙ্খল’ নাম দেওয়ার পিছনে কারণ, তিনি চেয়েছিলেন, “জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভারতবাসী এক শৃঙ্খলে বাঁধা থাকুক।”

এছাড়াও এমন একটি দীর্ঘ ২৫০০ ফুটের চেন তৈরি রয়েছে ধুপগুড়ির তাপস রায় নামে এক যুবকের কাছে। কিন্তু আর্থিক অনটনে ও অন্যান্য সহযোগিতার অভাবে তা এখনো গিনেস কর্তৃপক্ষের সামনে আনা সম্ভব হয়নি।

অনুপম সরকারের রেকর্ড ভাঙার পরিপ্রেক্ষিতে অনুপম সরকার আমাদের ফোন মারফৎ জানান, “রেকর্ড তৈরি করা হয় ভাঙার জন্যই। আমার রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি হচ্ছে তা খুবই প্রশংসনীয়। তবে দেশের রেকর্ড না ভেঙে যদি বিদেশের রেকর্ড ভাঙা হয়, রেকর্ড দেশে আনা হয় তাহলে দেশের রেকর্ডের সংখ্যা বৃদ্ধি পায়। আর এক্ষেত্রে ভারতের রেকর্ড সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না, শুধুমাত্র একটি রেকর্ড ভেঙে আরেকটি রেকর্ড তৈরি হচ্ছে।”

আর বর্তমানে মিনহাজুল মন্ডলের তৈরি করা ‘Staple Pin’-এর ২১৭০ ফুটের চেনের ভিডিও রেকর্ডিং করে প্রশাসন তা পাঠিয়েছেন গিনেস কর্তৃপক্ষের কাছে। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো আগামী কয়েক দিনের মধ্যেই অনুপম সরকারের আগের তৈরি রেকর্ড ভাঙবে মিনহাজুল মন্ডল। যদিও এই রেকর্ড এখনো রয়েছে অনুপম সরকারের ঝুলিতেই।