Best Air Coolers : এসির বিকল্প! এই ৫টি দুর্দান্ত কুলার দেবে হিমশীতল স্বস্তি

Best Air Coolers : বঙ্গ থেকে শীত বিদায় নিতেই মার্চের মধ্য সপ্তাহ থেকে হুহু করে। চড়ছে তাপমাত্রার পারদ। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় চলছে তীব্র দহন। আর এই তীব্র গরম থেকে স্বস্তি পেতে প্রায় প্রত্যেকের ঘরেই এখন একমাত্র ভরসা এয়ার কন্ডিশনার। বর্তমান দিনে ঘরে এসি থাকা শুধু বিলাসবহুলতাই বোঝায় না বরং যত দিন যাচ্ছে এসি প্রত্যেকের ঘরেই অপরিহার্য হয়ে উঠেছে।

এখন নানান কোম্পানির নতুন নতুন ফিচারসহ এসি বাজারের বিক্রি হয়। গরমের সময় আবার বাজারে এসির চাহিদা এতটাই থাকে যে এসির সংকট দেখা যায়। কিন্তু বিলের খরচ অত্যাধিক হওয়ায় সাধারণ মানুষ এসি কিনতে ভয় পায়। তাই অত্যাধিক বিলের খরচ বাঁচাতে ও গরমের হাত থেকে রেহাই পেতে এই পাঁচটি সেরা কুলার আপনার ঘরের জন্য হবে একেবারে উপযুক্ত। কুলার গুলি দামও আপনার সাধ্যের মধ্যে। এসির চেয়ে অনেক গুণ কম দামে মাত্র ৫০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন এই সেরা কুলার গুলি।

আপনার ঘরের জন্য কম খরচে দুর্দান্ত কুলিং ফেসিলিটি সহ একটি কুলার কিনতে চাইলে আজকের এই প্রতিবেদনে রইলো পাঁচটি সেরা কুলার এর তালিকা। যেগুলি আপনাকে তীব্র দহনের মাঝে প্রদান করবে হীমশীতল অনুভূতি।

তালিকার প্রথমেই রয়েছে
Bajaj PCF 25 DLX Personal Air Cooler এর নাম। এই কুলারের ধারণক্ষমতা ২৪ লিটার। দামও সাধ্যের মধ্যে মাত্র ৪,৯৮৯ টাকা খরচে ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে এই দুর্দান্ত kular টি। সাধারণত ছোট ঘর বা অফিসের জন্য সবচেয়ে ভালো। এছাড়াও রয়েছে কম বিদ্যুৎ খরচের সুবিধা।

দ্বিতীয়তে রয়েছে Symphony Ice Cube 27 Personal Air Cooler এর নাম। যার ধারণক্ষমতা সর্বাধিক ২৭ লিটার। মাত্র ৫,৪৯৯ টাকা মূল্যের বিনিময়ে অ্যামাজনে পাওয়া যাচ্ছে এই কুলারটি। এই কুলার মাঝারি আকারের ঘরে ব্যবহারের ক্ষেত্রে উপযুক্ত।

তৃতীয়তে রয়েছে Crompton Ginie Neo Personal Air Cooler এর নাম। যার জল ধারণক্ষমতা সর্বাধিক ১০ লিটার। যদিও এই কুলারে গ্রাহকরা পাবেন কিছু অতিরিক্ত ফিচার যেমন হাই স্পিড ব্লোয়ার, অ্যান্টি-ব্যাকটেরিয়াল ট্যাঙ্ক যা এই কুলারকে অন্যান্য কুলারের থেকে আলাদা করে। খরচ পড়ছে মাত্র ৩,৮৪০টাকা। এটি অ্যামাজনে অর্ডার দিতে পারবেন গ্রাহকরা। সাধারণত ছোট ঘর, অফিসে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে কুলারটি। বেশি ভারী না হওয়ায় এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত নিয়ে যাওয়া সম্ভব।

চতুর্থতে রয়েছে Hindware Snowcrest 19L Personal Air Cooler এর নাম। যেই কুলারের জল ধারণক্ষমতা সর্বাধিক ১৯ লিটার। মাত্র ৪,৯৯৯ টাকা মূল্যে ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে এই কুলারটি।এই কুলারের শক্তিশালী বায়ু প্রবাহ ঘরকে নিমেষে ঠান্ডা করে।

সবশেষে রয়েছে Orient Electric Smartcool DX CP1601H Personal Air Cooler এর নাম। এটির জল ধারণক্ষমতা সর্বাধিক ১৬ লিটার। এই কুলারটিতে বিশেষ কিছু ফিচার রয়েছে যেমন ডাস্ট ফিল্টার, অটো ফিল ফিচার
দামও বেশ সাধ্যের মধ্যে মাত্র ৪,৬০০ টাকা মূল্যে ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে এই কুলারটি।