দলীয় কর্মীদের ছাড়াতে থানায় ভারতী ঘোষ, ফিরলেন খালি হাতে

হিমাদ্রি মণ্ডল : আজ সকালে সিউড়ির এসপি অফিসের সামনে ধর্না মঞ্চ থেকে গ্রেপ্তার করা হয় বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল এবং প্রাক্তন সাধারণ সম্পাদক কালোসোনা মন্ডলকে। পাশাপাশি গ্রেফতার করা হয় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে। ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা সিউড়ি বাসস্ট্যান্ডে বেশ কিছুক্ষণের জন্য পথ অবরোধ করে। বেশ কিছুক্ষণ পর অবরোধ চলার পর পুলিশ আশ্বাস দেয় বিজেপি কর্মী এবং নেতাদের বিকালে ছেড়ে দেওয়া হবে। সেই আশ্বাসে উঠে যায় পথ অবরোধ।

বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মন্ডলকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় সদাইপুর থানায় এবং কালোসোনা মন্ডলকে রাখা হয় সিউড়ি থানায়। ইতিমধ্যে তাদের ছাড়াতে উপস্থিত হন প্রাক্তন আইপিএস অফিসার তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ। সদাইপুর থানায় তিনি উপস্থিত হয়ে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন, চলে কথা কাটাকাটি।

সদাইপুর থানায় ইতিমধ্যেই বিশাল পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে অপ্রীতিকর ঘটনা রুখতে। শেষ খবর পাওয়া পর্যন্ত থানা চত্বরে রয়েছে ব্যাপক উত্তেজনা, এখনো পর্যন্ত থানা থেকে মুক্তি দেওয়া হয়নি বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল এবং জেলা প্রাক্তন সাধারণ সম্পাদক কালোসোনা মন্ডলকে।

বিজেপি কর্মীরা ইতিমধ্যেই দাবি জানিয়েছেন, তাদের কর্মী এবং নেতাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।