উল্টো স্রোতে বয়ে জিপের বনেটে নাচতে নাচতে বরকে আনতে গেলেন কনে

শর্মিষ্ঠা চ্যাটার্জী : বিয়ে মানেই বর্তমানে প্রচলিত প্রথা ভাঙার হিড়িক। প্রায় সবকটি বিয়ের আসরে আমরা এখন দেখতে পাই যেভাবে প্রথা ভেঙে নতুনত্ব আনার চেষ্টা করা হয়ে থাকে। তেমনই এবার ভোপালের এক তরুণী যা করে দেখালেন তাতে কিন্তু বেশ প্রচলিত চিন্তা ভাবনায় বেশ আঘাত লাগার কথা।

জিপের বনেটে চেপে বর আনতে গেলেন স্বয়ং কনে! এতদিনের প্রচলিত ভাবনাতে আমরা যেনো এই ধরনের কথা ভাবতেই পারিনা। বরযাত্রী যায় কনেকে আনতে এটাই চলে এসেছে কিন্তু ভোপালের এই কনে নিজে গেলেন বরকে আনতে। জিপের বনেটে উঠে দিব্যি নাচতে নাচতে বরকে আনতে গেলেন কনে।

মধ্যপ্রদেশের বৈরাগড়ের বাসিন্দা ওই তরুণী ভাবনা লালওয়ানি, একটি তথ্যপ্রযুক্তিতে চাকরি করেন। প্রথমে কম্পিউটার নিয়ে পড়াশোনা শেষ করে তিনি চাকরিতে ঢোকেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ভোপালের বহু মানুষও ওই শোভাযাত্রায় যোগ দিয়েছে।

সংবাদমাধ্যমের কাছে ওই কনের পরিবারের তরফ বলা হয়েছে, বর এভাবেই চেয়েছিল আসতে আর কনের প্রথম থেকেই শর্ত ছিল এভাবেই বিয়ে করার। তাই অবশেষে উভয় পক্ষের মতে এমন সিদ্ধান্ত। বিয়ের দিন জিপের বনেটে চেপে রীতিমতো নাচতে নাচতে সমাজকে এক নতুন বার্তা পৌঁছে দিতে চেয়েছেন।

ভোপালের স্যান্ট হদরামনগর পর্যন্ত বৈরাগর থেকে একইভাবে কনের সাথে থাকা বহু পথচারীরাও নেচে নেচে যান বরের বাড়ি পর্যন্ত। প্রচলিত রীতি ভাঙার এমন উদাহরণ তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ারই কথা। তাই তার অন্যথা হয়নি। বহু প্রশংসাও কুড়িয়েছেন ওই কনে।