আর কতদিন পাওয়া যাবে বিনামূল্যের রেশন, বড় ঘোষণায় জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন : দেশের ৮০ কোটি মানুষের কাছে রেশন পরিষেবা (Ration) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিষেবা। কেননা এই রেশন ব্যবস্থার মাধ্যমেই এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে খাদ্য সামগ্রী। সরকারের তরফ থেকে রেশন ব্যবস্থার মাধ্যমে দেশের নাগরিকদের ন্যূনতম চাহিদা খাবারের যোগান দেওয়া হয়ে থাকে। ক্যাটাগরি অনুযায়ী প্রতি মাসে খাদ্য সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়। একসময় সম্পূর্ণ বিনামূল্যে সীমিত কিছু মানুষ খাদ্য সামগ্রী পেতেন, তবে দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর লকডাউন জারি হলে তা সবার জন্য বিনামূল্যে করে দেয় সরকার।

কেন্দ্র সরকারের তরফ থেকে ২০২০ সালে লকডাউনের সময় প্রথম রেশনে সম্পূর্ণ বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার ঘোষণা করা হয়েছিল। ঘোষণার পর প্রথম তিন মাস তা দেওয়ার ঘোষণা করা হলেও ধাপে ধাপে সেই মেয়াদ বৃদ্ধি করে এখনো দেওয়া হচ্ছে। শেষ ঘোষণায় সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, ২০২৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে রেশনের খাদ্য সামগ্রী।

তবে যেহেতু বিনামূল্যের রেশনের মেয়াদ বারবার বৃদ্ধি করা হয়েছে তাই অধিকাংশ মানুষের কাছেই কৌতুহল, ডিসেম্বরের পরেও কি বিনামূল্যে রেশনে খাদ্য সামগ্রী পাওয়া যাবে! শনিবার সেই কৌতুহল দূর করে দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন তিনি বড় ঘোষণার মধ্য দিয়ে এই কৌতুহল দূর করেছেন। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন যে ঘোষণা করেছেন তা শুনলে আপনিও আনন্দে আটখানা হয়ে উঠবেন।

ছত্তিশগড়ের নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার ওই রাজ্যে যান। সেখানে একটি জনসভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, আরও পাঁচ বছর কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের নাগরিকদের সম্পূর্ণ বিনামূল্যে রেশনে খাদ্য সামগ্রী দেওয়া হবে। তিনি জানান, তিনি সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি সরকার আরও পাঁচ বছর ৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেবে।

এর পাশাপাশি তিনি এদিন ঘোষণা করেন, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় কাজ অথবা অন্য কোন কারণে যাতায়াত করে থাকেন বা অন্য জায়গায় বসবাস করে থাকেন তারাও এক দেশ এক রেশন ব্যবস্থার মধ্য দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে খাদ্য সামগ্রী পাবেন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির এদিনের এই ঘোষণার ফলে বিনামূল্যে আর কত দিন রেশনে খাদ্য সামগ্রী পাওয়া যাবে সেই দুঃশ্চিন্তা একেবারেই দূর হয়ে গেল দেশের ৮০ কোটি মানুষের মাথা থেকে।