Fixed Deposit Interest: ফিক্সড ডিপোজিটের সুদের হারে এলো বড় পরিবর্তন

Fixed Deposit Interest: ক্রমাগত বাড়তি জিনিসপত্রের দাম এবং মুদ্রাস্ফীতি সকলকেই তার ভবিষ্যত নিয়ে ভাবতে বাধ্য করছে। শিক্ষা থেকে চিকিৎসা সব কিছুরই মূল্য বেড়ে চলেছে ক্রমাগত। যার জন্য এখন থেকেই ভবিষ্যত চিন্তা না করলে সন্তানের শিক্ষা, বিবাহ বা নিজের বার্ধক্য বয়সের চিকিৎসার খরচ সব কিছুর জন্যই বিপদে পড়তে হবে। আর এর জন্য একাধিক বিনিয়োগের মাধ্যমও রয়েছে।

বিনিয়োগের সঠিক পথ দেখাতে ফিক্সড ডিপোজিটের তুলনা নেই বললেই চলে। এর মাধ্যমে একবার বিনিয়োগে মেলে মোটা রিটার্ন। সরকারি হোক বা বেসরকারি উভয় ক্ষেত্রেই ফিক্সড ডিপোজিট (Fixed Deposit Interest) চলাকালীন যেকোনো ব্যাঙ্ক চাইলেই তাদের সুদের হারের পরিবর্তন আনতে পারে এবং কিছু ক্ষেত্রে এনেও থাকে। একই ভাবে চলতি বছরে কয়েকটি ব্যাঙ্ক নিজেদের ফিক্সড ডিপোজিটের সুদের হারে পরিবর্তন এনেছে। তাই বিনিয়োগের আগে এখনই এই পরিবর্তিত সুদের হার সম্পর্কে জেনে নিন।

ইয়েস ব্যাঙ্ক নিজেদের ফিক্সড ডিপোজিটে সুদের হারে (Fixed Deposit Interest) পরিবর্তন করেছে। যেখানে বলা হয়েছে ৭ থেকে ১৪ দিনের মধ্যে সাধারণ নাগরিকরা ৩.১৫ শতাংশ হারে সুদ পেয়ে থাকবেন। এক্ষেত্রে সিনিয়র সিটিজেনরা সুদ পাবেন ৩.৭৫ শতাংশ। ১২১ দিনে সাধারণের জন্য থাকবে ৫ শতাংশ সুদ, যেখানে সিনিয়র সিটিজেনরা পাবেন ৫.৫ শতাংশ হারে সুদ। ১৮১ দিনের ক্ষেত্রে সাধারণ নাগরিকদের সুদের হার হবে ৬.১ শতাংশ এবং সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সুদের হার হবে ৬.৬ শতাংশ। ৬০ মাসে বিনিয়োগের ক্ষেত্রে সাধারণ নাগরিকরা পেয়ে যাবেন ৭.২৫ শতাংশ হারে সুদ এবং ৭.৭৫ শতাংশ হারে সুদ পাবেন সিনিয়র সিটিজেনরা।

আরও পড়ুন: এলআইসির এই নতুন পলিসিতে প্রতিদিন দিতে হবে ৪০ টাকা, এতেই হয়ে যান লাখপতি

অন্যদিকে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কও নিজেদের ফিক্সড ডিপোজিট সুদের হারে (Fixed Deposit Interest) পরিবর্তন এনেছে। জানা যাচ্ছে যে, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক ৬৬ মাস থেকে শুরু করে ১০ বছরের বিনিয়োগে সুদ দেবে ৬.২৫ শতাংশ এবং ৪৪ মাস পর্যন্ত বিনিয়োগে সুদ দেবে ৬ শতাংশ।

অন্যদিকে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রও এদের ফিক্সড ডিপোজিটের সুদের হারে (Fixed Deposit Interest) কিছু পরিবর্তন এনেছে। এখানে ২২ দিনের জন্য সুদের হার থাকছে ৬.৯০ শতাংশ, ৩৩৩ দিনে সুদের হার থাকবে ৭.৩৫ শতাংশ, ৪০০ দিনে সুদের হার থাকবে ৭.১০ শতাংশ এছাড়াও ৭৭৭ দিনের ক্ষেত্রে সুদের হার থাকবে ৭.৭৫ শতাংশ।