North Bengal Disaster: গত সপ্তাহের শনিবার থেকে টানা 12 ঘন্টা মুষলধারে বৃষ্টির মুখোমুখি হয় উত্তরবঙ্গ। এর পাশাপাশি ভুটান থেকে নামা জলে রীতিমতো ভয়ংকর পরিস্থিতি তৈরি হয় উত্তরবঙ্গের পাহাড়ে। ভয়ংকর বানভাসি পরিস্থিতিতে প্রাণ হারান ৩০ জনের বেশি, প্রাণীকুলের অবস্থাও শোচনীয় হয়ে দাঁড়ায়। আর এবার এই সকল মানুষগুলির পাশে দাঁড়াল বীরভূম বিজেপি।
বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য বীরভূম জেলা বিজেপির তরফে বিভিন্ন জায়গায় আর্থিক সাহায্য থেকে শুরু করে অন্যান্য সাহায্য সংগ্রহ করা হয়। এরপর সেই সকল সংগ্রহিত জিনিসপত্র বৃহস্পতিবার রাতে উত্তরবঙ্গের উদ্দেশ্যে পাঠানো হয়। বিজেপি তরফে যে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে তাতে 1000 জনের পোশাক, মহিলাদের জন্য আলাদা করে কয়েকশো শাড়ি, এছাড়াও রয়েছে লরি ভর্তি চাল, ডাল, চিড়ে শুকনো খাবার বিস্কুট শিশুদের খাবার ইত্যাদি। এই সমস্ত সামগ্রী উত্তরবঙ্গের সংশ্লিষ্ট এলাকার বিজেপি কার্যালয়ে যাবে এবং সেখান থেকে দুর্গতদের বিতরণ করা হবে