চোরেরা সৎ হয় না কে বলল? চোরেরা যে সৎ হতে পারে তার প্রমাণ এবার মিলল বীরভূমে। অন্ততপক্ষে দুই চোরের স্বীকারোক্তি সেটাই প্রমাণ করে।
শুক্রবার রাতে বীরভূমের বোলপুরের ১৮ নম্বর ওয়ার্ডের কাশিমবাজার এলাকায় একটি দোকানে চুরির ঘটনা ঘটে। অবশ্য পরে সেই দুই চোর ধরা পড়ে যায়। আর ধরা পড়ে যাওয়ার পরই তাদের বিস্ফোরক স্বীকারোক্তি এবং সেই স্বীকারোক্তিতেই তাদের সততা প্রমাণিত হয়।
দুই চোর ধরা পড়ার পর তারা ক্যামেরার সামনে স্বীকার করে নেন তারা ওই দোকান থেকে চুরি করেছিলেন। তাদের চুরি করার সামগ্রীর মধ্যে রয়েছে চার প্যাকেট সিগারেট এবং ৫০ টাকা। আর যখন তারা স্বীকার করেন তখন স্পষ্টভাবেই জানিয়ে দেন চার প্যাকেট সিগারেটের মধ্যে এক প্যাকেট তা খেয়ে ফেলেছেন। বাকি যে তিন প্যাকেট রয়েছে সেই তিন প্যাকেট তারা দোকানদারকে ফেরত দিয়ে দেবেন। এমনকি দোকানদার খুব ভালো মানুষ বলেও তারা জানান। আর এই ভালো মানুষ হওয়ার কারণে তিন প্যাকেট সিগারেট ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। চোরের এমন স্বীকারোক্তি প্রমাণ করে তারা দুজন চোর হলেও নিপাট ভদ্র চোর।
