জল্পনার অবসান, বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার জেলা সভাপতি হলেন উদয় শঙ্কর ব্যানার্জি

গত ২৬ ডিসেম্বর বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার জেলা সভাপতি হিসাবে উদয় শঙ্কর ব্যানার্জীর নাম ঘোষণা করা হয়। তবে এই নাম ঘোষণার পর বিষয়টি নিয়ে জেলা জুড়ে চরম জল্পনা শুরু হয়। বিজেপি নেতা জগন্নাথ চ্যাটার্জি ফেসবুকে পোস্ট করেও তা তুলে নেন এবং পরবর্তীতে জানান, রাজ্য সভাপতি স্বাক্ষর জাল করে কেউ এমন ভুয়ো খবর ছড়িয়েছে। এছাড়াও তাকে দাবি করতে দেখা যায়, তৃণমূল চক্রান্ত করে হয়তো এমনটা করে থাকতে পারে।

বিষয়টি নিয়ে রীতিমত জল ঘোলা অবস্থা তৈরি হয় জেলা জুড়ে। তবে এসবের মধ্যেই অর্থাৎ সমস্ত জল্পনার অবসান ঘটে শনিবার এবং জানা যায় উদয় শঙ্কর ব্যানার্জি এখন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার জেলা সভাপতি। বিজেপি নেতা ধ্রুব সাহাও নতুন জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জিকে গৌরিক অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুনঃ পুরাতন তৃণমূলীদের মারধর, আহত অনেক! অভিযোগের আঙুল নতুন তৃণমূলীদের দিকে

অন্যদিকে উদয় শঙ্কর ব্যানার্জী এমন গুরু দায়িত্ব পেয়ে স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, ২৬ শে তৃণমূলের বিদায় হবে।