Birbhum District Police: ১৮-২৮ নয়, এবার একসঙ্গে ৩০৬ জনের হাতে চাকরির কাগজ তুলে দিল বীরভূম জেলা পুলিশ

Birbhum District Police: দিন কয়েক ধরেই বীরভূম জেলা পুলিশকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজ করতে দেখা যাচ্ছে যেগুলি সাধারণ মানুষদের উপকারের তালিকায় আলাদা করে নাম করে নিয়েছে। আর এই সকল কাজের মধ্যে অন্যতম হলো বেকার যুবক-যুবতীদের হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দেওয়া। মাসখানেক আগেই আমরা দেখেছিলাম বীরভূম জেলা পুলিশের তরফে বেশ কয়েকজনের হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দেওয়া হয়েছিল। তবে সেই সংখ্যাটা ছিল মাত্র 28 এবং জানানো হয়েছিল আরও ১৮ জনের কাগজপত্র তৈরীর কাজ চলছে। কিন্তু এসবের মধ্যেই এবার বীরভূম জেলা পুলিশ একসঙ্গে ৩০৬ জনের হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দিল।

শনিবার সিউড়ির পুলিশ লাইনের কনফারেন্স হলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সব চাকরি প্রার্থীদের চাকরির নিয়োগ পত্র তুলে দেওয়া হয়। যেখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পুলিশ (Birbhum District Police) সুপার অমনদ্বীপ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। একসঙ্গে ৩০৬ জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার পর মাত্র এই কয়েক মাসের মধ্যে ১২১১ জনকে চাকরিতে নিয়োগ করলো জেলা পুলিশ বলেই জানা যাচ্ছে সুত্র মারফত।

এখন প্রশ্ন হল কাদের চাকরিতে নিয়োগ করা হচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ডেউচা পাঁচামি কয়লা শিল্পের জন্য যারা সদিচ্ছায় জমি প্রদান করবেন তাদের সরকারি বিভিন্ন ধরনের প্যাকেজের পাশাপাশি সরকারি চাকরিতে নিয়োগ করা হবে। সেই ঘোষণা অনুযায়ীই বীরভূম জেলা প্রশাসন এবং বীরভূম জেলা পুলিশ (Birbhum District Police) শত শত বেকার যুবক-যুবতীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিচ্ছে। কেউ পাচ্ছেন গ্রুপ ডির চাকরি, কেউ আবার জুনিয়র কনস্টেবল ইত্যাদি