Birbhum: গ্রুপ ডির চাকরির পর এবার জুনিয়র কনস্টেবল, বাড়ি থেকে দেকে নিয়ে গিয়ে চাকরি বীরভূমে

Birbhum: গ্রুপ ডির চাকরির পর এবার জুনিয়র কনস্টেবল। বীরভূম জেলা পুলিশের তরফে এবার ২৮ জনকে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের জন্য চাকরির নিয়োগ পত্র প্রদান করা হল। শনিবার আনুষ্ঠানিকভাবে ঐ সকল যুবক-যুবতীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। চাকরির নিয়োগ পত্র পাওয়ার পর ওই সকল যুবক যুবতীরা পুলিশের নির্ধারিত নিয়ম অনুযায়ী ট্রেনিংয়ে যাবে এবং তারপর ট্রেনিং প্রাপ্ত হয়ে জুনিয়র কনস্টেবলের দায়িত্ব সামলাবে।

আরও পড়ুন: ঝড়ের গতিতে কাজ শুরু তিলপাড়া ব্যারেজে, ভবিষ্যৎ কী এই ব্যারেজের?

বীরভূম (Birbhum) জেলা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এখনো পর্যন্ত ৮০০-এর যুবক-যুবতীদের এমন জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের জন্য চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। শনিবার নতুন করে ২৮ জনকে দেওয়া হলো এবং খুব তাড়াতাড়ি দিন কয়েকের মধ্যে আরও ১৮ জনকে এই রকম জুনিয়র কনস্টেবল পদের চাকরির জন্য নিয়োগপত্র দেওয়া হবে।

মূলত ডেউচা পাচামি কয়লা শিল্পের জন্য যারা জমি দান করছেন তাদের রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বিভিন্ন পদে নিযুক্ত করা হচ্ছে। ঠিক সেই রকমই এবার বীরভূম (Birbhum) জেলা পুলিশ নতুন করে ২৮ জনকে চাকরির নিয়োগপত্র দিল।