Civic Volunteer: ফুটবল খেলার আমন্ত্রণপত্রে সিভিক ভলেন্টিয়ার হয়ে গেলেন গ্রাম পঞ্চায়েত মেম্বার! চরম বিতর্ক বীরভূমে

ফুটবল খেলার আমন্ত্রণপত্রে সিভিক ভলেন্টিয়ারের নাম উঠে এলো গ্রাম পঞ্চায়েত মেম্বার হিসাবে। শুধু নাম নয় তার সঙ্গে রয়েছে সঠিক ফোন নম্বরও। আর এই ঘটনাকে কেন্দ্র করেই চরম বিতর্ক শুরু হয়েছে বীরভূমে। আসলে এই বিতর্কের মূলে সবচেয়ে বড় কারণ হলো ওই ফুটবল প্রতিযোগিতার আয়োজক খোদ ওই সিভিক ভলেন্টিয়ার।

দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের আদমপুর গ্রামে ডক্টর এপিজে আব্দুল কালাম স্মৃতি মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আর সেই ফুটবল টুর্নামেন্টের নিমন্ত্রণ কার্ডেই লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের আদমপুর গ্রামের মেম্বার হিসাবে নাম রয়েছে সিভিক ভলেন্টিয়ার তথা ফুটবল টুর্নামেন্টের আয়োজক আসের খানের, যিনি আবার দুবরাজপুর থানার একজন সিভিক ভলেন্টিয়ার। প্রশ্ন উঠছে কিভাবে একজন সিভিক ভলেন্টিয়ার আদমপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার হতে পারেন? এমনকি তিনি গত বছরও নিজেকে মেম্বার বলে আমন্ত্রণপত্রে দাবি করেছিলেন বলে অভিযোগ বিজেপির।

আরও পড়ুনঃ SIR-এর কাজের চাপ নিয়ে যখন চারদিকে শোরগোল, তখনই অভূতপূর্ব কাজ করে দেখালেন বীরভূমের BLO

যা জানা যাচ্ছে তাতে লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের আদমপুরের মেম্বার হলেন ওই সিভিক ভলেন্টিয়ারের স্ত্রী আজিনুর বিবি। এখন প্রশ্ন উঠছে তাহলে কি এলাকায় প্রভাব খাটানোর জন্যই ওই সিভিক ভলেন্টিয়ার নিজের স্ত্রীর পরিবর্তে নিজেকেই এলাকাই মেম্বার বলে প্রতিষ্ঠিত করছেন? যদিও এই প্রশ্নের উত্তরে ওই সিভিক ভলেন্টিয়ার দাবি করেছেন, কিছু মানুষ চক্রান্ত করে এমনটা করছেন। আর কার্ড ক্লাবের জুনিয়ররা ছাপিয়ে ছিলেন। এক্ষেত্রে তাদের অথবা যেখানে কার্ড ছাপানো হয়েছে, সেখানকার ভুল।

অন্যদিকে এমন বিতর্কের পরিপ্রেক্ষিতে তৃণমূলের তরফে জানানো হয়েছে, বিজেপির কাজকর্ম নেই তাই এইসব বিতর্ক তৈরি করছে।