লাল্টু: ভারতীয় সেনার পাশে আছেন সাধারণ মানুষ থেকে শুরু করে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই! এমনই বার্তা দিতে এবার পথে নামল তৃণমূল। বীরভূমের দুবরাজপুর শহরে দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের তরফে ভারতীয় সেনাদের মঙ্গল কামনায় এবং তাদের পাশে থাকার বার্তা দিতে অভিনব এক কর্মসূচি নেওয়া হয় মঙ্গলবার।
একদিকে যখন ভারত পাক সংঘাত আবহাওয়া সরগরম করে তুলেছে গোটা দেশের পাশাপাশি বিশ্বকে, ঠিক সেই সময়ই আবার দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ চড়েই চলেছে। এমন পরিস্থিতিতে ভারতীয় সেনাদের সম্মান এবং সাধারণ মানুষদের গরমে তেষ্টা মেটাতে দেশের জাতীয় পতাকা নিয়ে জলছত্রের আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিতে দুবরাজপুর পৌরসভা এলাকার থানা মোড় বাসস্ট্যান্ডে সাধারণ মানুষদের জাতীয় পতাকা এবং ওআরএস বিলি করা হয়।
আরও পড়ুন: রেল অবরোধ করে আন্দোলন করলে এবার বড়সড় ব্যবস্থা নেবে রেল কর্তৃপক্ষ!
পথ চলতি মানুষ থেকে শুরু করে যানবাহন চালক প্রত্যেকের হাতেই তুলে দেওয়া হয় জাতীয় পতাকা ও ওআরএস। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বরূপ আচার্য, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক দেবব্রত সাহা, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা সৌকত আলী, দুবরাজপুর ব্লকের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন খান সহ অন্যান্যরা।