লাঠি-বন্দুক ছেড়ে করোনা সচেতনতা গড়তে রং-তুলি বেছে নিলো পুলিশ

অমরনাথ দত্ত : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি হয়েছে ১৪ই এপ্রিল পর্যন্ত ২১ দিনের লকডাউন। আর এই লকডাউন চলাকালীন আমজনতাকে বাড়ির মধ্যে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, নিজেদের বাঁচানোর স্বার্থে, দেশকে বাঁচানোর স্বার্থে। লকডাউন সফল করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্র থেকে প্রতিটি রাজ্যের রাজ্য সরকার। ঠিক তেমনই উঠে পড়ে লেগেছে আমাদের বাংলাও।

লকডাউন চলাকালীন যাতে কোথাও কোনো রকম খামতি না পরে তার জন্য দিনরাত এক করে লড়াই করে চলেছেন প্রতিটি জেলার পুলিশকর্মীরা। বসে নেই বীরভূম পুলিশও। কখনো ধমক, কখনো পরামর্শ দিয়ে, আবার কখনো গান গেয়ে সর্তকতা মেনে চলার বার্তা দিয়ে যাচ্ছেন। বার্তায় তুলে ধরছেন করোনা ভাইরাসের থেকে রক্ষা পাওয়ার উপায়, গান গেয়ে বলে দিচ্ছেন সামাজিক দূরত্ব পালন করতে, বলে দিচ্ছেন জরুরী কাজ ছাড়া বাড়ির বাইরে পা না রাখতে। বেশিরভাগ মানুষ মেনে চলছেন, কিছু অতি উৎসাহী লোক মানতে নারাজ। আর এবার তাদের বোঝানোর জন্য, সকলের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার জন্য অভিনব এক পথ বেছে নিল বীরভূমের শান্তিনিকেতন থানার পুলিশ।

কিছুদিন আগেই তারা বাউল গানের মাধ্যমে ।করোনা সচেতনতা পৌঁছে দিয়েছিলেন। আর এবার লাঠি-বন্দুক ছেড়ে হাতে ধরলেন রং-তুলি। সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা গড়তে শান্তিনিকেতনের রাস্তায় রাস্তায় আঁকালেন ছবি। ছবি আঁকতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিশ্বভারতীর বেশ কিছু পড়ুয়া, স্থানীয় শিল্পীরা।

যে ছবিগুলির মধ্যে ফুটে উঠছে বিশ্বকে গ্রাস করতে চলা Covid-19 এর প্রতিচ্ছবি। যেখানে ফুটে উঠছে পৃথিবীর এখন কোন পরিস্থিতিতে রয়েছে। যে ছবিগুলিতে ফুটিয়ে তোলা হয়েছে কিভাবে রক্ষা পাবেন? বলা হয়েছে রক্ষা পাবেন ‘বাড়িতে থেকে’।