Maa Fullara fast passenger: মা ফুল্লরা ফাস্ট প্যাসেঞ্জার, নতুন ট্রেনের জোরদার দাবি, আশার আলো দেখছেন বীরভূমের বাসিন্দারা

Maa Fullara fast passenger: রামপুরহাট থেকে হাওড়া, ভায়া আহমেদপুর, লাভপুর কাটোয়া! দীর্ঘদিন ধরেই এমন একজোড়া ট্রেনের দাবী তুলে আসছেন আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন। এই প্যাসেঞ্জার এসোসিয়েশন এতদিন পর্যন্ত যে সকল দাবি দেওয়া নিয়ে লড়াই চালিয়েছেন তাদের বহু দাবি-দাওয়া পূরণ করেছে রেল। স্বাভাবিকভাবেই নতুন এই দাবি ঘিরে বীরভূমের ওই এলাকার বাসিন্দারা নতুন করে আশার আলো দেখছেন।

আহমেদপুর কাটোয়া রুটে বীরভূমের কয়েক লক্ষ মানুষের বসবাস। এই সকল মানুষেরা কলকাতা যাওয়ার জন্য রাত দুটো থেকে জেগে বিভিন্ন স্টেশন থেকে ট্রেন ধরেন। তাদের এমন অসুবিধার কথা মাথায় রেখেই আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন বছরের পর বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আর এবার মা ফুল্লরা ফাস্ট প্যাসেঞ্জার (Maa Fullara fast passenger) ট্রেনের বড় পদক্ষেপ নিতে দেখা গেল তাদের।

গত মঙ্গলবার কাটোয়া আহমেদপুর লাইন পরিদর্শন করতে এসেছিলেন হাওড়া ডিভিশনের ডিআরএম শ্রী বিশাল কাপুর। তার এমন আগমনের বার্তা পেয়েই আহমেদপুর জংশনে তার সঙ্গে দেখা করেন আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। তারা সেখানে উপস্থিত হয়ে সকালবেলায় রামপুরহাট থেকে হাওড়া যাওয়ার জন্য মা ফুল্লরা ফাস্ট প্যাসেঞ্জার (Maa Fullara fast passenger) ট্রেনের দাবি জোরদার করেন।

এই প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরা মূলত ভোর সাড়ে চারটে অথবা পাঁচটার সময় রামপুরহাট থেকে আহমেদপুর লাভপুর কাটোয়া হয়ে হাওড়া যাওয়ার ট্রেনের দাবি রেখেছেন। এর পাশাপাশি ওই ট্রেনটি হাওড়া থেকে যেন সন্ধ্যা ছটায় রওনা দেয় তারও দাবি রেখেছেন। তবে যদি নতুন ট্রেনের বন্দোবস্ত এই মুহূর্তে না হয় তাহলে বিকল্প রাস্তা হিসাবে কাটোয়াতে যে সকল ট্রেন রাত্রিবেলায় হল্ট পড়ে তাদের এক্সটেনশন করে আহমেদপুর অথবা রামপুরহাট পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছেন। এছাড়াও দেওঘর সহ বিভিন্ন রুটের ট্রেনের দাবিও তারা তুলেছেন। সরাসরি হাওড়া ডিভিশনের ডিআরএমের সঙ্গে দেখা করে এই সকল দাবি দাওয়া তোলার পরিপ্রেক্ষিতে এলাকার মানুষেরা আশার আলো দেখছেন, হয়তো এবারও তাদের দাবি-দাওয়া পূরণ করবে রেল।