লাল্টু মুখার্জী: বীরভূমের নাম উজ্জ্বল করলো দুবরাজপুরের শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের দুই পড়ুয়া। তারা মূলত সরকারি কুইজ প্রতিযোগিতায় রাজ্যের বুকে প্রথম হয়ে জেলার নাম উজ্জ্বল করতে সক্ষম হয়েছে। যে সরকারি কুইজ প্রতিযোগিতায় তারা রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল রাজ্যের বিভিন্ন জেলার তাবড় তাবড় স্কুলের পড়ুয়ারা। তবে তাদের সকলকে পিছনে ফেলে বীরভূমকে সবার উপরে তুলে দিয়েছে দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দুই পড়ুয়া।
বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের যে দুই পড়ুয়া এমন কৃতিত্ব অর্জন করেছে তারা অর্ঘ্য দাস ও ঋতম দাস বৈষ্ণব। দুজনেই একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। দুই পড়ুয়ার রাজ্য সরকারের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথমে জেলা স্তরে প্রথম স্থান অধিকার করে এবং পরে তারা রাজ্যস্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কলকাতা রওনা দিয়েছিল। বৃহস্পতিবার সেই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করতে সক্ষম হয়।
এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করার পরিপ্রেক্ষিতে তারা পেয়েছে সার্টিফিকেট, ট্রফি এবং ১০০০০ টাকার চেক। দুবরাজপুরের ওই দুই পড়ুয়ার সাফল্যের এমন খবর ছড়িয়ে পড়তেই স্বাভাবিকভাবেই স্কুলের শিক্ষক থেকে পড়ুয়া সকলেই আনন্দে আত্মহারা ওঠেন। তবে এখানেই শেষ নয়, এবার তারা জাতীয় স্তরে কুইজ প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করার জন্য স্কুলের হয়ে আসামে রওনা দেবে বলেই জানা যাচ্ছে। এই দুই পড়ুয়ার আগামী দিনের প্রতিযোগিতায় যাতে আরো বড় সাফল্য আসে তার জন্য আমাদের আগাম শুভেচ্ছা বার্তা রইল।