দিল্লিতে বিস্ফোরণের জের! বীরভূম জুড়ে নাকা চেকিং পুলিশের

সোমবার সন্ধ্যা ছ’টার পর দিল্লির রেড ফোর্ট মেট্রো স্টেশনের বাইরে আচমকাই একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে যায় গাড়িটি, আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনায় অন্তত ৮ জন নিহত ও ২০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বিস্ফোরণের পরই ঘটনাস্থলে পৌঁছয় দমকল, বোম্ব স্কোয়াড ও স্পেশাল সেল। পুলিশ জানিয়েছে, এটি সম্ভবত পরিকল্পিত হামলা, যদিও তদন্ত চলছে। দিল্লিজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং মেট্রো, বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

আরও পড়ুনঃ ১৬০ টাকা কেজি তাঁতিপাড়ার মুচমুচে জিলাপি! মুখে দিলেই গলে যায় মন

এর জেরে এবার রাজ্যজুড়েও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বীরভূম জেলা প্রশাসন শুরু করেছে নাকা তল্লাশি। বিশেষ করে পাথরচাপরি গেটের কাছে পুলিশের কড়া চেকিং চালানো হয়, প্রতিটি গাড়ি থামিয়ে যাচাই করা হয়। প্রশাসনের নির্দেশ, কোনো সন্দেহজনক কিছু দেখলেই দ্রুত থানায় খবর দিতে হবে।

এই ঘটনায় গোটা দেশজুড়েই ফের ছড়িয়ে পড়েছে উদ্বেগের ছায়া। নিরাপত্তা সংস্থা ও প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।