সার্কিট হাউসের তৃণমূলের কোর কমিটির বৈঠক! তুমুল বিতর্ক বীরভূমে

সার্কিট হাউসে তৃণমূলের কোর কমিটির বৈঠক ঘিরে তুমুল বিতর্ক বীরভূমে। দলীয় বৈঠক কেন সার্কিট হাউসে করা হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও বিষয়টি নিয়ে তৃণমূল নেতাদের মধ্যেই নানা মতানৈক রয়েছে। কেউ বলছেন উন্নয়নমূলক কাজের জন্য বৈঠক আর তারপরেই দলীয় বৈঠক, আবার কেউ বলছেন কোর কমিটিরই বৈঠক ছিল।

কাজল শেখ বিষয়টি নিয়ে জানিয়েছেন, কোর কমিটির বৈঠক হয়েছে। প্রথমে বৈঠক হওয়ার কথা ছিল তৃণমূল দলীয় কার্যালয়ে। কিন্তু কেন সেই বৈঠক এখানে ডেকে আনা হলো তা তিনি বলতে পারবেন না, বলতে পারবেন কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল অথবা চেয়ারম্যান আশীষ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ Suri Municipality: সিসিটিভি ক্যামেরা নিয়ে নতুন আপডেট দিলেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী

অন্য দিকে শতাব্দি রায় জানিয়েছেন, উন্নয়নমূলক বৈঠক করা হয়েছে, এস আই আর নিয়েও আলোচনা হয়েছে।