বীরভূমের যুবকের সোশ্যাল মিডিয়ায় ‘পাকিস্তান জিন্দাবাদ’! তারপর যা ঘটল…

সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান জিন্দাবাদ কমেন্ট! এমন কমেন্ট কোন বিদেশি যুবকের নয়, এমন কমেন্ট করেছেন খোদ একজন ভারতীয় যুবক। যে ঘটনাটি কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা শুরু হয়েছে।

যখন ভারত পাকিস্তানের মধ্যে চলছে লড়াই সেই সময় এমন পোস্ট ঘিরে শুক্রবার সকাল থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে। কেননা এই পোস্ট করেছেন বীরভূমের এক যুবক। ঘটনার পরিপ্রেক্ষিতে সিউড়ি থানায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ জানাতে আসে বিজেপি যুব মোর্চা। পুলিশের তরফেও এই ঘটনায় তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড এলাকা! ভাঙল বাড়িঘর, পরিস্থিতি ভয়ংকর দেখেই মাঠে নামলো তৃণমূল

যে যুবক এমন দেশবিরোধী কমেন্ট করেছেন ওই যুবক সিউড়ির বাসিন্দা বলেই দাবি করা হচ্ছে বিজেপির যুব মোর্চার তরফে। তবে আপাতত অভিযুক্ত যুবক নিজের সোশ্যাল মিডিয়া একাউন্ট ডিএক্টিভেট করে রেখেছেন। যদিও যুব মোর্চার তরফে দাবি করা হয়েছে, পুলিশ নাকি ইতিমধ্যেই ওই যুবককে আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।