বীরভূম জেলা নৃত্য ও গান মেলার জেলার বুকে আলাদা জায়গা করে নিয়েছে তা নিয়ে কোন সন্দেহ নেই। চলতি বছর এই গানমেলা ১৩ তম বর্ষে পা রাখল। ২৫ ডিসেম্বর পদযাত্রার মধ্য দিয়ে গান মেলার শুভ সূচনা হলেও মঞ্চে অনুষ্ঠান দেখা ২৬ ডিসেম্বর শুক্রবার থেকে এবং তার চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
গান ও নৃত্য মেলার এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন নামিদামি শিল্পীদের অংশগ্রহণের পাশাপাশি কলকাতা ও বিভিন্ন জায়গার খ্যাতনামা শিল্পীদের অনুষ্ঠান করতে দেখা যাবে। প্রতিদিনই বিকেল সাড়ে চারটে থেকে শুরু হবে গান মেলার বিভিন্ন অনুষ্ঠান। আর শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর আতশবাজির মধ্য দিয়ে পুরাতনকে বিদায় জানিয়ে ইংরাজি নতুন বছরকে বরণ করে নেওয়া হবে।
আরও পড়ুনঃ জমে ক্ষীর পৌষমেলা! স্পেশ্যাল ট্রেন দিল পূর্ব রেল, রইল টাইমটেবিল

প্রতিদিন সাড়ে চারটা থেকে জেলার বিভিন্ন শিল্পীদের অনুষ্ঠানের পাশাপাশি 27 ডিসেম্বর শনিবার রাত আটটায় কলকাতা খ্যাত বিশিষ্ট সংগীত শিল্পী অনিমেষ সিকদার ও দেবাংশু দত্তের অনুষ্ঠান রয়েছে। ২৮ ডিসেম্বর রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় রয়েছে জি সারেগামাপা খ্যাত অতনু মিশ্রের সঙ্গীতানুষ্ঠান। বীরভূমের ভূমিপুত্র অভিনেতা ও গায়ক খরাজ মুখোপাধ্যায়ের অনুষ্ঠান দেখা যাবে ২৯ ডিসেম্বর সোমবার সন্ধ্যা সাতটায়। ৩০ ডিসেম্বর মঙ্গলবার জি বাংলা সারেগামাপা ও ইন্ডিয়ান আইডল খ্যাত সুচন্দ্রা মন্ডলের অনুষ্ঠান রয়েছে। ৩১ ডিসেম্বর কৌশানি, সৌরভ মহারাজ ও বিট্টু সিংদের বিচিত্রা অনুষ্ঠান রয়েছে রাত আটটা কুড়ি মিনিট থেকে। আর ঠিক রাত বারোটায় হবে আতশবাজি। এবারের বীরভূম জেলা নৃত্য ও গান মেলায় প্লাস্টিক মুক্ত সবুজ নির্মল বীরভূম গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
