নিউটাউনের আধুনিক পরিকাঠামোর মুকুটে যুক্ত হতে চলেছে এক নতুন রত্ন ‘বিশ্ব অঙ্গন’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী পরিকল্পনায় এবার গড়ে উঠছে ২৫ একর জুড়ে এক আন্তর্জাতিক মানের তথ্যপ্রযুক্তি, বিনোদন ও সাংস্কৃতিক কেন্দ্র। প্রকল্পটির পূর্ণ নাম ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড এন্টারটেনমেন্ট কালচারাল পার্ক (IITEC), যা বাংলায় পরিচিত হবে ‘বিশ্ব অঙ্গন’ নামে।
এই পার্ক বাস্তবায়িত হবে PPP মডেলে HIDCO-র অংশীদারিত্বে। এখানে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি যেমন অফিস স্থাপন করতে পারবে, তেমনি থাকবে আন্তর্জাতিক কনসার্ট, প্রদর্শনী, ফিল্ম ফেস্টিভ্যাল ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনের সুযোগ।
আরও পড়ুন: শুভেন্দু গড়ের চালান দিয়ে কেষ্ট গড়ে বালি পাচার! চালাকি ফাঁস করল পুলিশ
মুখ্যমন্ত্রী বলেন, “বিশ্ব অঙ্গন এমন এক কেন্দ্র হবে, যেখানে প্রযুক্তি, সংস্কৃতি এবং সৃজনশীলতার যুগলবন্দি দেখা যাবে। এটি বাংলার গর্ব হয়ে উঠবে এবং বিশ্বের সামনে আমাদের সম্ভাবনাকে তুলে ধরবে।”
প্রকল্পে থাকছে একাধিক অত্যাধুনিক সুবিধা, বিশাল কনফারেন্স সেন্টার, মাল্টিপারপাস অডিটোরিয়াম, প্রদর্শনী কেন্দ্র, মুক্তমঞ্চ থিয়েটার, ইনকিউবেশন হাব, ডিজিটাল গ্যালারি ও আরও অনেক কিছু। বিশ্বব্যাপী ক্রমবর্ধমান ‘কনসার্ট ইকোনমি’-র প্রয়োজন মাথায় রেখেই পরিকল্পিত হয়েছে এই কেন্দ্র।
এই প্রকল্প শুধুমাত্র প্রযুক্তি বা বিনোদন নয়, বরং রাজ্যের যুব প্রজন্মের জন্য সৃষ্টি করবে নানামুখী কর্মসংস্থানের সুযোগ। ডিজিটাল কনটেন্ট নির্মাণ, মিউজিক প্রোডাকশন, থিয়েটার, সিনেমা, অ্যানিমেশন ও স্টার্টআপ সংস্থার বিকাশ ঘটবে এখান থেকে।
নিউটাউন ইতিমধ্যেই পরিচিত তার আইটি হাব, ফিনটেক হাব, এবং পর্যটকদের আকর্ষণের কেন্দ্র ইকো পার্কের জন্য। এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে ‘বিশ্ব অঙ্গন’।একটি ভবিষ্যতমুখী, সৃজনশীল ও আধুনিকতার প্রতীক, যা রাজ্যের উন্নয়নের পথকে আরও প্রশস্ত করবে।